প্রশ্ন: নিচের এই আয়াত দ্বারা কি বুঝানো হয়েছে?
আল্লাহ তাআলা বলেন: “অতএব তাদের জন্যে আফসোস! যারা নিজ হাতে গ্রন্থ লেখে এবং বলে, এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ-যাতে এর বিনিময়ে সামান্য অর্থ গ্রহণ করতে পারে। অতএব তাদের প্রতি আক্ষেপ, তাদের হাতের লেখার জন্য এবং তাদের প্রতি আক্ষেপ, তাদের উপার্জনের জন্যে।” (সুরা বাকারাহ: ৭৯)
উত্তর:
এখানে ইহুদী সম্প্রদায়ের দ্বীন বিকৃতি ও শরীয়ত বিরুদ্ধ অপকর্মের কথা বলা হয়েছে।
তারা নিজ হাতে বই লিখে বলত, এটা আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম এর নিকট অবতীর্ণ আল্লাহর বাণী অথচ তা ছিল মূসা আলাইহি ওয়া সাল্লাম এর উপর অবতীর্ণ কিতাবের সম্পূর্ণ বিপরীত। দ্বীন থেকে দূরে অবস্থানকারী অজ্ঞ লোকদের নিকট থেকে অর্থ উপার্জন করার উদ্দেশ্যে তারা এ কাজ করত।
আল্লাহ তাআলা বললেন, নিজেদের হাতে লিখা কেতাবকে তার আল্লাহর বাণী বলে চালিয়ে দেয়া এবং এর মাধ্যমে অর্থ উপার্জনের মত অপরাধ সংঘটিত করার কারণে তাদের জন্য ধ্বংস অপেক্ষা করছে। (তাফসীরে মুয়াসসার এর ভাবার্থ অনুযায়ী )
——————-
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী।।