প্রশ্ন: আমি নামাযরত অবস্থায় আছি। এমন সময় যদি আমার সিজদাহর জন্য বরাদ্দকৃত জায়গা দিয়ে কেউ অতিক্রম করে তখন আমার করণীয় কী?
উত্তর:
আপনার করণীয় হল, আপনি তাকে হাত বাড়িয়ে যেতে তাকে বাধা দিবেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلْيُصَلِّ إِلَى سُتْرَةٍ وَلْيَدْنُ مِنْهَا وَلاَ يَدَعْ أَحَدًا يَمُرُّ بَيْنَ يَدَيْهِ فَإِنْ جَاءَ أَحَدٌ يَمُرَّ فَلْيُقَاتِلْهُ فَإِنَّهُ شَيْطَانٌ
“তোমাদের কেউ সালাত আদায় করতে চাইলে যেন সুতরা সামনে রেখে সালাত আদায় করে এবং এর নিকটবর্তী হয়। সে যেন তার সামনে দিয়ে কাউকে অতিক্রম করতে না দেয়। অতএব যদি কেউ সামনে দিয়ে অতিক্রম করে, তাহ’লে সে যেন তার সাথে লড়াই করে। কারণ সে একটা শয়তান।”
[আবু দাউদ হা/৬৯৪-৯৫; ইবনু মাজাহ হা/৯৫৪; সহীহুল জামে‘ হা/৬৪১, ৬৫৩, সনদ সহীহ।]
——————–
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।।