শবে কদর কি শুধু রামাযানের সাতাইশ রাতের জন্য নির্দিষ্ট?

প্রশ্ন:-শবে কদর কি শুধু রামাযানের সাতাইশ রাতের জন্য নির্দিষ্ট?

উত্তর :-আমাদের দেশে সাধারণত: মানুষ শুধু রামাযানের সাতাইশ তারিখে রাত জেগে ইবাদত বন্দেগী করে এবং ধারণা করে এ রাতেই শবে কদর হবে। কিন্তু এ ধারণা সুন্নতের সাথে সঙ্গতীপূর্ণ নয়। কারণ, আয়েশা (রা:) হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:

« تَحَرَّوْا لَيْلَةَ الْقَدْرِ فِى الْوِتْرِ مِنَ الْعَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ

“তোমরা রামাযানের শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে লাইলাতুল ক্বদর অনুসন্ধান কর।”

(সহীহ বুখারী, অধ্যায়: লাইলাতুল কাদরের ফযীলত। সহীহ মুসলিম, অধ্যায়: রোযা।)

আবু হুরায়রা (রা:) হতে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:

« أُرِيتُ لَيْلَةَ الْقَدْرِ ثُمَّ أَيْقَظَنِى بَعْضُ أَهْلِى فَنُسِّيتُهَا فَالْتَمِسُوهَا فِى الْعَشْرِ الْغَوَابِرِ »

স্বপ্নে আমাকে লাইলাতুল ক্বদ্‌র দেখানো হল। কিন্তু আমার এক স্ত্রী আমাকে ঘুম থেকে জাগিয়ে দেয়ায় আমি তা ভুলে গিয়েছি। অতএব, তোমরা তা রামাযানের শেষ দশকে অনুসন্ধান কর।”
(সহীহ বুখারী, অধ্যায়: লাইলাতুল কাদরের ফযীলত)

তবে ২৭ তারিখকে অনেক সালাফ লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনাময় রাত হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু তা নিশ্চিত নয়। অর্থাৎ তা হতেও পারে নাও পারে। তাই লাইলাতুল কদর পেতে হলে, রামযানের শেষ দশকের সবগুলো রাত জাগার চেষ্টা করা উচিৎ। তা সম্ভব না হলে কমপক্ষে বেজড় পাঁচটি রাত।
আল্লাহ তাওফিক দান করুন। আমীন।
——-
শাইখ আবদুল্লাহিল হাদী বিন আবদুল জলীল।।

Share: