প্রশ্ন : ‘যে কেউ কোন উপকার করলে তাকে দুয়া হিসেবে ‘জাযাকাল্লাহু খইরন ‘ বলি। তো, লিঙ্গ, সংখ্যা ও উপস্থিত – অনুপস্থিত এর ভিত্তিতে এর সর্বনামের ব্যবহার দয়া করে জানালে উপকৃত হবো ইন শা আল্লাহ।
==================================================================
উত্তর: আরবীতে সর্বনাম ব্যবহারের একটি চার্ট দেয়া হল। সেটা থেকে আমরা স্ত্রী/পুরুষ লিঙ্গ, বচন এবং উপস্থিত/অনুপস্থিত বুঝাতে পারব ইনশাআল্লাহ।
উক্ত চার্টের মাধ্যমে আমরা *জাযাকাল্লাহু খাইরান* এর বিভিন্ন *রূপ* বুঝতে পারব ইনশাআল্লাহ।
যেমন: جزاكَ الله =এখানে كَ এর পরিবর্তে ه, هما, هم ইত্যাদি সর্বনামগুলো ব্যবহার করলে লিঙ্গ ও বচন অনুযায়ী অর্থের মধ্যে ভিন্নতা সৃষ্টি হবে।
*উদাহরণ:* جَزَاهُ الله خَيْراً অর্থ: আল্লাহ তাকে (একজন পুরুষ) উত্তম বিনিময় দান করুন।
جَزَاهَا الله خيراً অর্থ: আল্লাহ তাকে (একজন মহিলা) উত্তম বিনিময় দান করুন।
جَزَاكَ اللهُ خيراً অর্থ: আল্লাহ আপনাকে (একজন পুরুষ) উত্তম বিনিময় দান করুন।
جَزَاكِ اللهُ خيراً অর্থ: আল্লাহ আপনাকে (একজন মহিলা) উত্তম বিনিময় দান করুন।