রাতে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তাহাজ্জুদ সালাতের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কী কী করতেন

প্রশ্ন: রাতে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তাহাজ্জুদ সালাতের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কী কী করতেন?

উত্তর: তাহাজ্জুদ সালাতের আগে রাতে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর নবী সা. যে সব কাজ করতেন তা সংক্ষেপে নিম্নরূপ:
১. ঘুম থেকে জাগ্রত হওয়ার দুআ পড়তেন।
২. মিসওয়াক করতেন।
৩. ওযু করতেন
৪. সূরা আলে ইমরানের ১৯০ নং আয়াত:
{إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ، والأَرْضِ وَاخْتِلاَفِ الْلَّيْلِ وَالنَّهَارِ لآيَاتٍ لأُولي الألبَاب} থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়তেন।
তারপর তিনি তাহাজ্জুদ সালাতের জন্য দাঁড়াতেন। এ ক্ষেত্র্রে তিনি দ্বীর্ঘ কিয়াম, কেরাআত, রুকু, সেজদা সহ অত্যন্ত ভয়-ভীতি ও ধীরস্থিরতা সহকারে তাহাজ্জুদের সালাত আদায় করতেন।
————————–
উত্তর প্রদানে: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব

Share: