রমজান মাসে ওষুধ খেয়ে ঋতুস্রাব বন্ধ রাখার হুকুম কী

উত্তর: হজ্জ ও উমরা আদায়, রমজান মাসে রোজা রাখা, রমজানের শেষ দশকে ইবাদত-বন্দেগি করা বা অন্য কোন কল্যাণময় কাজের উদ্দেশ্যে যদি ওষুধ খেয়ে ঋতুস্রাব বিলম্বিত করা হয় তাহলে শরিয়তের দৃষ্টিতে এতে কোন সমস্যা নেই যদি তাতে স্বাস্থ্যগত কোন ক্ষতি না হয়। স্বাস্থ্যগত ক্ষতি হলে তখন তা করা বৈধ হবে না। তাই অভিজ্ঞ ও বিশ্বস্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তা করা উচিৎ। (বিন বায রহ., উসাইমিন রহ. প্রমুখ)

❑ সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আল্লামা আব্দুল্লাহ বিন বায রাহ. কে প্রশ্ন করা হয়, রমজান মাসে নারীদের মাসিক স্থগিত রাখার জন্য কি গর্ভ নিরোধক পিলস ব্যবহার করা জায়েজ?
উত্তরে তিনি বলেন, “এতে কোনও সমস্যা নেই। এই কারণে তারা অনেক উপকার পাবে যেমন সারা মাস রোজা থাকা এবং পরবর্তীতে ছুটে যাওয়া দিন গুলোর আদায় করে নেওয়া থেকে বিরত থাকা। যাইহোক, এই বিষয়ে তাদের নিশ্চিত হওয়া উচিৎ যে এই জাতীয় পিলস ব্যবহারে তাদের কোনও ক্ষতি হবে না। কারণ কিছু নারী এগুলো ব্যবহারে ক্ষতিগ্রস্ত হয়। [মাজমু ফাতাওয়া লি ইবনে বায খণ্ড, ১৫ পৃষ্ঠা ১০১-binbaz]
আল্লাহ তাওফিক দান করুন। আমিন।
▬▬▬▬✿◈✿▬▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব।

Share: