যোহরের পূর্বে চার রাকাত সুন্নাত এক সালামে না কি দু সালামে পড়া উত্তম?

প্রশ্ন: যোহরের আগের চার রাকাত সুন্নত নামায এক সাথে নাকি দু দু রাকাত করে পড়তে হবে? কোনটি উত্তম?
উত্তর:
যোহরের পূর্বে চার রাকাআত সুন্নাত নামায পড়া সুন্নতে মুআক্কাদার অন্তর্ভূক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ চার রাকআত কখনো ছাড়তেন না। যেমন হাদীসে এসেছে:

عَن عَائِشَة رَضِيَ اللهُ عَنهَا : أَنَّ النَّبيَّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم كَانَ لاَ يَدَعُ أَرْبَعاً قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ قَبْلَ الغَدَاةِ
আয়েশা (রায্বিয়াল্লাহু আনহা) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম যোহরের (ফরয নামাযের) পূর্বে চার রাকআত ও ফজরের আগে দু’ রাকআত নামায কখনো ত্যাগ করতেন না। (বুখারী ১১৮২নং)

উক্ত চার রাকাত সুন্নত পড়ার পদ্ধতি:

উক্ত চার রাকাত সুন্নত নামায দু সালামে অর্থাৎ দু রাকাআত-দু রাকাআত করে পড়া অধিক উত্তম। কেননা হাদীসে এসেছে, ইবনে উমর রা. থেকে বর্ণিত। নবী সালল্লালল্লাহু আলাইহে ওয়াসালল্লাম বলেনঃ
صَلاَةُ اللَّيْلِ وَالنَّهَارِ مَثْنَى مَثْنَى
“দিন ও রাতের নামায দুই দুই রাকাত।” (সূনান আবু দাউদ অধ্যায়ঃ ২/ সালাত (নামায) (كتاب الصلاة) হাদিস নম্বরঃ [1295] ইসলামিক ফাউন্ডেশন। তিরমিযী, নাসাঈ, ইবন মাজা প্রমূখ-সনদ সহীহ)
অর্থাৎ রাত ও দিনের নফল (ফরয ছাড়া অন্য সকল নামায) দু রাকাত করে পড়াই উত্তম।
তবে যদি দু তাশাহুদ ও এক সালামেও পড়া হয় তাহলেও কোন সমস্যা নেই। এক সাথে চার রাকাআত পড়ার ব্যাপারে পূর্ববর্তী সালাফদের বক্তব্য ও আমল পাওয়া যায়।
والله أعلم بالصواب


উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব

Share: