যে জিকির দিনরাতের সকল জিকিরের চেয়েও অধিক উত্তম

আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নিকট উপস্থিত ছিলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন:

“হে আবু উমামা! তুমি কীসের মাধ্যমে তোমার দুই ঠোঁট নড়াচড়া করছ?”
আমি বললাম, “আল্লাহর জিকির করছি, হে আল্লাহর রসুল!”

তখন তিনি বললেন,

ألا أُخبرُكَ بأكثرَ وأفضلَ من ذِكرِك باللَّيلِ والنَّهارِ

“আমি কি তোমাকে এমন কিছু শিখিয়ে দেব, যা তোমার রাত-দিনের সব জিকিরের চেয়েও বেশি উত্তম?”

আমি বললাম, “অবশ্যই, হে আল্লাহর রসুল!”

তিনি বললেন:

❁ سُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا خَلَقَ

উচ্চারণ: সুবহানাল্লাহি ‘আদাদা মা খালাক।

➧ “আমি আল্লাহকে পবিত্র ঘোষণা করছি, তিনি যত কিছু সৃষ্টি করেছেন তার গণনা পরিমাণ।”

❁ سُبْحَانَ اللَّهِ مِلْءَ مَا خَلَقَ

উচ্চারণ: সুবহানাল্লাহি মিলআ মা খালাক।

➧ “আমি আল্লাহকে পবিত্র ঘোষণা করছি, তিনি যা সৃষ্টি করেছেন তার পরিপূর্ণ পরিমাণ।”

❁ سُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا فِي الْأَرْضِ وَالسَّمَاءِ

উচ্চারণ: সুবহানাল্লাহি ‘আদাদা মা ফিল আরদ ওয়াস্-সামা।

➧ “আমি আল্লাহকে পবিত্র ঘোষণা করছি, আসমান ও জমিনে যত কিছু আছে তার গণনা পরিমাণ।”

❁ سُبْحَانَ اللَّهِ مِلْءَ مَا فِي الْأَرْضِ وَالسَّمَاءِ

উচ্চারণ: সুবহানাল্লাহি মিলআ মা ফিল আরদ ওয়াস্-সামা।

➧ “আমি আল্লাহকে পবিত্র ঘোষণা করছি, আসমান ও জমিনে যা কিছু আছে তার পরিপূর্ণ পরিমাণ।”

❁ سُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا أَحْصَى كِتَابُهُ

উচ্চারণ: সুবহানাল্লাহি ‘আদাদা মা আহসা কিতাবুহু।

➧ “আমি আল্লাহকে পবিত্র ঘোষণা করছি, তাঁর কিতাবে যা কিছু গণনা করা হয়েছে তার পরিমাণ।”

❁ سُبْحَانَ اللَّهِ مِلْءَ مَا أَحْصَى كِتَابُهُ

উচ্চারণ: সুবহানাল্লাহি মিলআ মা আহসা কিতাবুহু।

➧ “আমি আল্লাহকে পবিত্র ঘোষণা করছি, তাঁর কিতাবে যা কিছু গণনা করা হয়েছে তার পরিপূর্ণ পরিমাণ।”

❁ سُبْحَانَ اللَّهِ عَدَدَ كُلِّ شَيْءٍ

উচ্চারণ: সুবহানাল্লাহি ‘আদাদা কুল্লি শাই’।

➧ “আমি আল্লাহকে পবিত্র ঘোষণা করছি, সমস্ত কিছুর গণনা পরিমাণ।”

❁ سُبْحَانَ اللَّهِ مِلْءَ كُلِّ شَيْءٍ

উচ্চারণ: সুবহানাল্লাহি মিলআ কুল্লি শাই’।

➧ “আমি আল্লাহকে পবিত্র ঘোষণা করছি, সমস্ত কিছুর পূর্ণ পরিমাণ।”

❂ الْحَمْدُ لِلَّهِ عَدَدَ مَا خَلَقَ

উচ্চারণ: আলহামদু লিল্লাহি ‘আদাদা মা খালাক।

➧ “সকল প্রশংসা আল্লাহর জন্য, তিনি যত কিছু সৃষ্টি করেছেন তার গণনা পরিমাণ।”

❂ الْحَمْدُ لِلَّهِ مِلْءَ مَا خَلَقَ

উচ্চারণ: আলহামদু লিল্লাহি মিলআ মা খালাক।

➧ “সকল প্রশংসা আল্লাহর জন্য, তিনি যা সৃষ্টি করেছেন তার পরিপূর্ণ পরিমাণ।”

❂ الْحَمْدُ لِلَّهِ عَدَدَ مَا فِي الْأَرْضِ وَالسَّمَاءِ

উচ্চারণ: আলহামদু লিল্লাহি ‘আদাদা মা ফিল আরদ ওয়াস্-সামা।

➧ “সকল প্রশংসা আল্লাহর জন্য, আসমান ও জমিনে যত কিছু আছে তার গণনা পরিমাণ।”

❂ الْحَمْدُ لِلَّهِ مِلْءَ مَا فِي الْأَرْضِ وَالسَّمَاءِ

উচ্চারণ: আলহামদু লিল্লাহি মিলআ মা ফিল আরদ ওয়াস্-সামা।

➧ “সকল প্রশংসা আল্লাহর জন্য, আসমান ও জমিনে যা কিছু আছে তার পরিপূর্ণ পরিমাণ।”

❂ الْحَمْدُ لِلَّهِ عَدَدَ مَا أَحْصَى كِتَابُهُ

উচ্চারণ: আলহামদু লিল্লাহি ‘আদাদা মা আহসা কিতাবুহু।

➧ “সকল প্রশংসা আল্লাহর জন্য, তাঁর কিতাবে যা কিছু গণনা করা হয়েছে তার পরিমাণ।”

❂ الْحَمْدُ لِلَّهِ مِلْءَ مَا أَحْصَى كِتَابُهُ

উচ্চারণ: আলহামদু লিল্লাহি মিলআ মা আহসা কিতাবুহু।

➧ “সকল প্রশংসা আল্লাহর জন্য, তাঁর কিতাবে যা কিছু গণনা করা হয়েছে তার পরিপূর্ণ পরিমাণ।”

❂ الْحَمْدُ لِلَّهِ عَدَدَ كُلِّ شَيْءٍ

উচ্চারণ: আলহামদু লিল্লাহি ‘আদাদা কুল্লি শাই’।

➧ “সকল প্রশংসা আল্লাহর জন্য, সমস্ত কিছুর গণনা পরিমাণ।”

❂ الْحَمْدُ لِلَّهِ مِلْءَ كُلِّ شَيْءٍ

উচ্চারণ: আলহামদু লিল্লাহি মিলআ কুল্লি শাই’।

➧ “সকল প্রশংসা আল্লাহর জন্য, সমস্ত কিছুর পূর্ণ পরিমাণ।”

(হাদিসটি সহিহ: আলবানী, সহিহ আত-তারগিব ১৫৭৫)

[উৎস: আহমাদ (২২১৯৮), আন-নাসাই (আস-সুনান আল-কুবরা) ৯৯৯৪, ইবনৈ আবি দুনইয়া, ত্বরগীব ও ত্বরহীব ২/২৮৭]

Share: