মেয়ের বাবা-মা’র চাচা এবং মামা মাহরাম পুরুষদের অন্তর্ভূক্ত

প্রশ্ন: আমার বাবা বা মায়ের আপন চাচা ও মামা (যারা সম্পর্কে আমার দাদা ও নানা) কি আমার জন্য মাহরাম হবেন?

উত্তর: 
আপনার বাবা ও মায়ের আপন চাচা বা মামা আপনার জন্য মাহরাম অর্থাৎ তাদের সাথে চিরস্থায়ীভাবে বিবাহ হারাম। সুতরাং তাদের সাথে আপনার পর্দা ফরজ নয়।
আল্লাহ তাআলা বলেন:
حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخَوَاتُكُمْ وَعَمَّاتُكُمْ وَخَالَاتُكُمْ وَبَنَاتُ الْأَخِ وَبَنَاتُ الْأُخْتِ
“তোমাদের জন্যে হারাম করা হয়েছে তোমাদের মাতাদেরকে, তোমাদের কন্যাদেরকে, তোমাদের বোনদেরকে, তোমাদের ফুফুদেরকে, তোমাদের খালাদেরকে, ভায়ের মেয়েদেরকে এবং বোনের মেয়েদেরকে (সূরা নিশা: ২৩)
উপরোক্ত আয়াতে আল্লাহ তাআলা “ভায়ের মেয়েদেরকে এবং বোনের মেয়েদেরকে বিবাহ করা হারাম করেছেন।
আলেমগণ বলেন, ভায়ের মেয়েদের এর মধ্যে শামিল হবে ভায়ের ছেলের মেয়ে এবং মেয়ের মেয়ে… যত নিচেই যাক না কেন।
অনুরূপভাবে বোনের মেয়েদের মধ্যে শামিল হবে বোনের ছেলের মেয়ে বা মেয়ের মেয়…যত নিচেই যাক না কেন।
মোটকথা, একজন মানুষের চাচা তার এবং তার পরবর্তী সকল বংশধরের জন্য ‘চাচা’ হিসেবে গণ্য হবে।
আর একজন মানুষের মামা তার এবং তার পরবর্তী সকল বংশধরের জন্য ‘মামা; হিসেবে গণ্য হবে।
সুতরাং এ দৃষ্টিতে আপনার বাবা-মায়ের চাচা ও মামা আপনারও ‘চাচা’ ও ‘মামা’ এর পর্যায়ভুক্ত হিসেবে মাহরাম (যদিও আমাদের সমাজে তাদেরকে দাদা-নানা বলা হয়ে থাকে)।
আল্লাহু আলাম।
▬▬▬🌐🔸🌐▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব