মৃত ব্যক্তির নামে কি উমরা করা যাবে

প্রশ্ন : মৃত ব্যক্তির নামে কি উমরা করা যাবে? অনেকে উমরা বা হজ শেষে মৃত বা জীবিত ব্যক্তিদের পক্ষে তাওয়ার করে এটা কি ঠিক ?

উত্তর:
■ কারো পক্ষ থেকে -চাই সে জীবিত হোক বা মৃত হোক- তওয়াফ করা বৈধ নয়। কেননা, এর বৈধতার পক্ষে কোন দলিল নাই।
■ তবে যে কেউ নিজের জন্য যত খুশি তওয়াফ করবে এবং তওয়াফের সময় বা তওয়াফের পরে যে কারো জন্য যখন খুশি দোয়া করা করতে পারে।
■ মৃত মা-বাবা, আত্মীয়স্বজন বা যে কোন মুসলিমের পক্ষ থেকে বদলী হজ্জ বা উমরা আদায় করা জায়েজ রয়েছে। তবে শর্ত হল, যে ব্যক্তি বদলি আদায় করবে তাকে ইতোপূর্বে নিজের হজ্জ বা ওমরা আদায় করতে হবে। মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে উমরা আদায়ের জন্য একমাত্র নিয়ত ছাড়া আর কোন পার্থক্য নেই।
■ আর জীবিত ব্যক্তির পক্ষ থেকে হজ্জ বা উমরা আদায় করা যাবে এই শর্তে যে, যার পক্ষ থেকে তা আদায় করা হবে সে ব্যক্তি আর্থিকভাবে সচ্ছল হওয়ার পরও অতিবৃদ্ধ বা দুরারোগ্য রোগে আক্রান্ত হওয়ার কারণে মক্কায় আসতে সক্ষম নয়।

এ ক্ষেত্রেও যে ব্যক্তি বদলী উমরা বা হজ্জ আদায় করবে তাকে পূর্বে নিজের উমরা বা হজ্জ সম্পাদন করা আবশ্যক। অন্যথায় তার বদলী আদায় শুদ্ধ হবে না।

➖➖➖➖➖➖➖➖
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আবদুল জলীল মাদানি
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, KSA

Share: