মৃত ব্যক্তিকে কৃত্রিম দাঁত সহকারে দাফন করা কি জায়েজ?

প্রশ্ন: মৃত্যু ব্যক্তিকে কৃত্রিম দাঁত সহকারে দাফন করা কি জায়েজ? নাকি দাফনের পূর্বে তা খুলে ফেলা আবশ্যক?

উত্তর:
যদি স্বর্ণ,‌ রৌপ্য, অথবা অত্যন্ত মূল্যবান ধাতু দ্বারা তৈরি কৃত্রিম দাঁত লাগানো হয়ে থাকে তাহলে দাফনের পূর্বে তা খুলে খুলে নেওয়াই উত্তম। তার উত্তরাধিকারীগণ প্রয়োজনে সম্ভব হলে তা অন্য কাজেও ব্যবহার করতে পারে।

তাছাড়া এসকল মূল্যবান বস্তু সহকারে মৃত ব্যক্তিকে দাফন দেওয়া হলে এগুলোর প্রতি চোর বা লোভী ব্যক্তির কুদৃষ্টি পড়তে পারে। পরে কবর খনন করে এগুলো চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে লাশের অঙ্গহানি বা কাটাছেঁড়া পর্যন্তও হতে পারে।

পক্ষান্তরে যদি সাধারণ পাথর বা তেমন মূল্যবান নয় এমন বস্তু দ্বারা কৃত্রিম দাঁত বাধাই করা হয়ে থাকে তাহলে তা খুলে রাখা আবশ্যক নয়। বরং ওই দাঁত সহকারেই মৃত্যু ব্যক্তিকে দাফন করা জায়েজ রয়েছে। ইনশাআল্লাহ।
– আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলিল

Share: