মিউজিক্যাল নাশিদের মিউজিক বিহীন ভোকাল ভার্সন শোনা

প্রশ্ন: মিউজিকাল নাশিদ ইসলামে নিষেধ। এটা অনেক আলেমই বলেছেন। আলহামদু লিল্লাহ আমি তা মানি। কিন্তু যারা মিউজিকসহ নাশিদ করে তাদের চ্যানেলে আলাদা করে ভোকাল ভার্সন পাওয়া যায়। [যেমন: Maher Zain, Sami Yusuf, Iqbal Hossain Jibon etc.] প্রশ্ন হল, তাদের এই ভোকাল ভার্সন অডিও শোনা যাবে কি?

উত্তর:
আমি মনে করি, যে সকল তথাকথিত ইসলামি শিল্পীরা মিউজিক সহ আবার মিউজিক ছাড়া সঙ্গীত/নাশিদ রিলিজ করে তাদেরকেই বর্জন করা উচিৎ। কারণ প্রকৃতপক্ষে এদের নিকট মিউজিক হালাল। তাই তো তারা যে সঙ্গীত মিউজিক সহ রিলিজ করে সেটাই আবার মিউজিক ছাড়া (শুধু ভোকাল) রিলিজ করে! উদ্দশ্য হল, যারা মিউজিক শুনতে চায় না তাদেরকেও যেন ধরে রাখা যায়। কোন মানুষই যেন তাদের ভিডিও দেখা থেকে বাদ না যায়!

এতে একদিকে তাদের জনপ্রিয়তা ঠিক থাকল অন্য দিকে যার মিউজিক শোনে এবং যারা শোনেনা উভয় প্রকার দর্শকদের এর মাধ্যমে ইউটিউব চ্যানেল থেকে অর্থ উপার্জিত হল। বড়ই ধান্ধাবাজি কার্যক্রম! আল্লাহ ক্ষমা করুন। আমিন।
আল্লাহু আলাম।
——————–
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব।

Share: