বাচ্চাদের খেলনা হিসেবে প্রাণীর ছবিযুক্ত কার্টুন, স্টিকার, পুতুল ইত্যাদি ব্যবহার করার হুকুম কি?
————–
উত্তর:
ইসলামের দৃষ্টিতে প্রাণীর ছবি, মূর্তি, প্রতিকৃতি ইত্যাদির ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে। তাই এগুলো তৈরি করা, ক্রয় করা, বিক্রয় করা, ব্যবহার করা, ঘরে সংরক্ষণ করা ইত্যাদি সবই হারাম।
বাচ্চাদের জন্য প্রাণীর ছবিযুক্ত স্টিকার, কার্টুন, পুতুল ইত্যাদিও নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত। অতএব অবিভাবকদের জন্য তাদেরকে এ সব জিনিস খেলনা হিসেবে দেয়া মোটেই উচিৎ নয়। কঠোরভাবে নিষেধ কৃত বিষয়ে ঢিলেমি করা কোনভাবেই কাম্য হতে পারে না।
অনুরূপভাবে বাচ্চাদেরকে খেলনা হিসেবে হাতি, ঘোড়া ইত্যাদি প্রাণীর পুতুল বা প্রতিমূর্তি দেয়া উচিৎ নয়। তবে যদি কস্টেপ বা অন্য কিছু দিয়ে সেগুলোর মুখমণ্ডলের অবয়বগুলো ঢেকে দেয়া হয় বা আগুন বা অন্য কিছু দ্বারা মুছে দেয়া হয় তাহলে আর কোন সমস্যা নেই ইনশাআল্লাহ।
—————
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব।।