ফেরেশতাগণের নাম এবং তাঁদের প্রধান দায়িত্বসমূহ
ফেরেশতাগণ হলেন, আল্লাহ তাআলার অত্যন্ত পুত-পবিত্র এবং সম্মানিত সৃষ্টি। তাঁরা কখনও আল্লাহর আদেশ অমান্য করেন না। কুরআন ও সুন্নাহ অনুযায়ী তাঁদের মধ্যে যাঁদের নাম ও কাজ জানা যায়। সেগুলো হলো: ❐ ১. প্রধান ও দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাগণ: ১. জিবরিল (আলাইহিস সালাম): তার দায়িত্ব, আল্লাহ তাআলার পক্ষ থেকে নবি-রসুলগণের নিকট ওহি পৌঁছে দেওয়া। তাঁকে “রূহুল কুদস” (পবিত্র …