তায়াম্মুমের জন্য মাটির ঢেলা বা মাটি সংরক্ষণ করা এবং তা দ্বারা তায়াম্মুম করার পদ্ধতি
প্রশ্ন: অনেকেই সফরে ব্যাগে মাটির ঢেলা রাখে। কারণ বাস, ট্রেন বা প্লেনে যেখানে-সেখানে হয়তো তায়াম্মুমের জন্য মাটি পাওয়া যায় না। আবার সেখান থেকে ইচ্ছা হলেও নামাও যায় না। তাই তারা মাটির ঢেলাটাকে কোনো কিছু দিয়ে খুঁচিয়ে একটু মাটি বের করে তায়াম্মুম করে থাকে। তাছাড়া শহরের বাড়িতে অনেক সময় মাটি পাওয়া যায় না। বৃদ্ধ মানুষদের জন্য …