উত্তর : নামাযের শুরুতে তাকবীরে তাহরীমা দেয়া রোকন। এটি ছাড়া সালাত শুদ্ধ হবে না আর অন্যান্য তাকবীরগুলো সুন্নত। যেমন, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে উঠার সময়, সেজদা দেয়ার ও সেজদা থেকে উঠার সময় ইত্যাদি।
সুতরাং ভুল বশত: অন্য কোন তাকবীর ছুটে গিয়ে থাকলে তা পুনরায় দেয়ার প্রয়োজন নাই এবং এ জন্য সাহু সেজদা দেয়ারও প্রয়োজন নাই। বরং স্বাভাবিকভাবে নামায শেষ করবে; এতে নামাযের কোন ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আল্লাহু আলাম
——————————
উত্তর প্রদানে : আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল