প্রশ্ন: “বিধর্মী থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায়” এ কথা কি সত্য?
উত্তর:
আল্লাহ তাআলা বলেন,
قُل لِّلَّذِينَ كَفَرُوا إِن يَنتَهُوا يُغْفَرْ لَهُم مَّا قَدْ سَلَفَ
“তুমি বলে দাও, অবিশ্বাসীদেরকে যে, তারা যদি নিবৃত হয়ে তবে যা গত হয়ে গেছে তা তাদের ক্ষমা করা হবে।” [সূরা আনফাল: ৩৮]
হাদিসে বর্ণিত হয়েছে,
أَنَّ الإِسْلاَمَ يَهْدِمُ مَا كَانَ قَبْلَهُ
“ইসলাম পূর্ববর্তী সকল অন্যায় মিটিয়ে দেয়।”
[সহিহ মুসলিম [হাদিস একাডেমী), অধ্যায়: ১। ঈমান [বিশ্বাস], পরিচ্ছেদ: ৫৪. ইসলাম গ্রহণ এবং হিজরত ও হজ্জ পালনের দ্বারা পূর্ববর্তী গুনাহসমূহ মাফ হয়ে যায়।]
অর্থাৎ কোনও অমুসলিম যদি ইসলাম কবুল করে তাহলে এর বিনিময়ে আল্লাহর তার অতীত জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেন। ইসলাম কবুলের সাথে সাথে সে হয়ে যায় নিষ্পাপ এবং পূত-পবিত্র।
নি:সন্দেহে এটি নব মুসলিমদের জন্য শুভ সংবাদ।
এর পর সে যদি আরও কোন অন্যায়-অপকর্ম ও আল্লাহর অবাধ্যতায় লিপ্ত না হয় এবং সে অবস্থায় মৃত্যু বরণ করে তাহলে সে সরাসরি জান্নাতে প্রবেশ করবে কিন্তু এরপরে সে যদি আবারো পাপ পঙ্কিলতা লিপ্ত হয় আল্লাহর নাফরমানী করে তাহলে তা তার আমল নামায় লিখা হবে এবং তওবা না করলে আখিরাতে এর জন্য জবাবদিহি করতে হবে। অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহর বিচারের কাঠগড়ায় তার ইসলাম কবুলের পরবর্তী জীবনের হিসাব-নিকাশ নেয়া হবে; আগের জীবনের নয়।
তাই ইসলামে দীক্ষিত হওয়ার পর বাকি জীবন আল্লাহ পথে সঠিকভাবে পরিচালিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। যেন ঈমান অবস্থায় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে বিদায় নিতে পারে।
আল্লাহু আলাম।
▬▬▬◍❂◍▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব।