নতুনভাবে দ্বীন পালন শুরু করেছেন-এমন ব্যক্তিকে কি ‘নওমুসলিম’ বলা যায়?

প্রশ্ন: কোনো মুসলিম পরিবারে জন্ম নেওয়া লোক কখনও দ্বীন সেরকমভাবে পালন করতেন না, কিন্তু ইদানিং নিয়মিত পালন করেন।এমন লোকদের কি নওমুসলিম বলা যাবে?

উত্তর: 
এমন ব্যক্তিকে ‘নওমুসলিম’ না বলে ‘তওবাকারী’ বা হেদায়েতপ্রাপ্ত বলা যেতে পারে। কারণ আমাদের সমাজে পারিভাষিক অর্থে হিন্দু, খৃষ্টান বা অন্য কোন ধর্ম থেকে ইসলাম কবুল করলে তাকে‘ নও মুসলিম’ বা নতুন মুসলিম বলা হয়। কিন্তু কোন ব্যক্তি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে কিন্তু পাপাচারে লিপ্ত থাকার পর তওবা করে হেদায়েত হলে তাকে যদি ‘নওমুসলিম’ বলা হয় তাহলে মানুষ ভুল বুজতে পারে বা ভ্রান্তি সৃষ্টি হতে পারে। সুতরাং এ শব্দটি ব্যবহার না করাই উত্তম।
—————–
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী।।

Share: