কথিত শবে বরাতে ব্যক্তিগতভাবে বিশেষ কোনো ইবাদত-বন্দেগি করার বিধান এবং শবে বরাত সংক্রান্ত কতিপয় জাল ও জইফ হাদিস

প্রশ্ন: অর্ধ শাবানের রাতে (কথিত শবে বরাতে) ব্যক্তিগতভাবে বাড়িতে বা মসজিদে কি বিশেষ কোনো ইবাদত-বন্দেগি করা শরিয়তসম্মত?▬▬▬▬✿◈✿▬▬▬▬ উত্তর: এ বিষয়ে নির্ভরযোগ্য কথা হলো, কথিত শবে বরাতকে কেন্দ্র করে বিশেষ কোনো ইবাদত-বন্দেগি করা বিদআতের অন্তর্ভুক্ত। চাই তা বাড়িতে হোক বা মসজিদে হোক, একাকী হোক বা দলবদ্ধভাবে হোক। (যদিও কতিপয় আলেম মনে করেন এতে দোষের কিছু নেই। …

Read more

Share:

শাবান মাসে নফল রোজা রাখার সুন্নতি নিয়ম এবং অর্ধ শাবানের পর রোজা রাখা বিধান

প্রশ্ন: শাবান মাসে নফল রোজা রাখার সুন্নতি নিয়ম কী? অর্ধ শাবানের পর কি রোজা রাখা নিষিদ্ধ? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি পুরো শাবান মাসটাই রোজা রাখতেন? উত্তর: নিম্নে এ দুটি প্রশ্নের উত্তর দেওয়া হলো: ❑ ক. শাবান মাসে নফল রোজা রাখার সুন্নতি নিয়ম: শাবান মাসে অধিক পরিমাণে নফল রোজা রাখা মোস্তাহাব। পুরো শাবান মাস …

Read more

Share:

বরাত অর্থ কী এবং প্রকৃত ভাগ্য রজনী বা মুক্তি রজনী কোনটি

বরাত শব্দের অর্থ: কপাল, ভাগ্য বা অদৃষ্ট। যেমন: বলা হয়, “বরাত মন্দ” (কপাল খারাপ), “বদ-নসিবের বরাত খারাব।” [জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, কবিতা: কামাল পাশা] এর আরেকটি অর্থ, প্রতিনিধিত্ব বা দায়িত্ব ও কার্যভর। এখান থেকেই বলা হয়, বিয়ের বরাত অর্থাৎ বিয়ের ব্যাপারে কথাবার্তা বলার দায়িত্ব। আরেকটি অর্থ: বরযাত্রীদল। [বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান] যাহোক, শাবান …

Read more

Share:

শবে বরাতে মহান আল্লাহর ক্ষমা ঘোষণা এবং একটি ভুল বিশ্বাসের অপনোদন

কথিত শবে বরাতে মহান আল্লাহর ক্ষমা ঘোষণা এবং একটি ভুল বিশ্বাসের অপনোদন: (আশা করি, এ লেখাটি শবে বরাত সম্পর্কে আপনার ভুল ধারণা ভেঙ্গে দিবে) সুপ্রিয় দীনী ভাই ও বোনেরা, প্রথমেই মহান আল্লাহর নিকট দুআ করি, তিনি যেন আমাদের সকলকে তাঁর অবারিত নেয়ামত, মাগফিরাত ও রহমতের বারিধারায় সিক্ত করে জান্নাতের অধিবাসী হিসেবে কবুল করে নেন। আমিন। …

Read more

Share:

অর্ধ শাবানে দিনে রোজা রাখা ও রাতে নফল সালাত সম্পর্কে বর্ণিত কতিপয় জাল ও জঈফ হাদিস

সাধারণত: মানুষ অর্ধ শাবানের দিনের বেলা রোজা রাখা ও রাতে নফল নামাজ পড়ে কতিপয় বানোয়াট ও দুর্বল হাদিসের উপরে ভিত্তি করে। নিম্নে এ ধরণের কিছু হাদিস পেশ করা হল মুহাদ্দিসদের পর্যালোচনা সহ: ● ক) আলী ইবনে আবী তালিব রা. হতে বর্ণিত। তিনি বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,‌ “যখন শাবান মাসের পনের তারিখ আসে …

Read more

Share:

কথিত শবে বরাত উপলক্ষে প্রচলিত কতিপয় বিদআত

আমাদের সমাজে ‘শবে বরাত’ নামক রাতটি খুব জমজমাট ভাবে উদযাপন করা হয়। আর এ উপলক্ষে সমাজের বিভিন্ন অঙ্গনে ছড়িয়ে আছে অনেক অজ্ঞতা, অনেক বিদআত ও শরিয়ত বিরোধী বিষয়। নিম্নে এমন কয়েকটি পয়েন্ট তুলে ধরা হল: ◈ ১) কথিত শবে বরাত উপলক্ষে একশত রাকআত নামাজ আদায় করা: এ রাতে এক অদ্ভুত পদ্ধতিতে একশত রাকআত নামাজ আদায় …

Read more

Share:

শাবান মাসে নফল রোজা সম্পর্কিত কয়েকটি সহিহ হাদিস

শাবান মাসে নফল রোজা রাখা সম্পর্কে অনেক সহিহ হাদিস বর্ণিত হয়েছে। নিন্মে এ সম্পর্কিত ৪টি গুরুত্বপূর্ণ হাদিস তুলে ধরা হল: ❖ ১. আয়েশা রা. হতে বর্ণিত। তিনি বলেন, كان رسول الله صلَّى الله عليه وسلَّم يصوم حتى نقولَ: لا يُفطر، ويُفطر حتى نقول: لا يَصوم، فما رأيتُ رسول الله صلَّى الله عليه وسلَّم استكملَ صِيامَ …

Read more

Share: