কথিত শবে বরাতে ব্যক্তিগতভাবে বিশেষ কোনো ইবাদত-বন্দেগি করার বিধান এবং শবে বরাত সংক্রান্ত কতিপয় জাল ও জইফ হাদিস
প্রশ্ন: অর্ধ শাবানের রাতে (কথিত শবে বরাতে) ব্যক্তিগতভাবে বাড়িতে বা মসজিদে কি বিশেষ কোনো ইবাদত-বন্দেগি করা শরিয়তসম্মত?▬▬▬▬✿◈✿▬▬▬▬ উত্তর: এ বিষয়ে নির্ভরযোগ্য কথা হলো, কথিত শবে বরাতকে কেন্দ্র করে বিশেষ কোনো ইবাদত-বন্দেগি করা বিদআতের অন্তর্ভুক্ত। চাই তা বাড়িতে হোক বা মসজিদে হোক, একাকী হোক বা দলবদ্ধভাবে হোক। (যদিও কতিপয় আলেম মনে করেন এতে দোষের কিছু নেই। …