তাসবীহ, তাহমীদ, তাকবীর এবং তাহলীল এই শব্দগুলোর অর্থ কি এবং কাকে বলে?

প্রশ্ন: তাসবীহ, তাহমীদ, তাকবীর এবং তাহলীল এই শব্দগুলোর অর্থ কি এবং কাকে বলে? এসব কখন এবং কিভাবে জিকির করা হয়?

উত্তর:
 তাসবীহ (আল্লাহর পবিত্রতা ঘোষণা করা) অর্থাৎ ‘সুবহান আল্লাহ’ পাঠ করা
 তাহমীদ (প্রশংসা করা) অর্থাৎ আলহামদুলিল্লাহ পড়া
 তাকবীর (আল্লাহর বড়ত্ব ঘোষণা করা) অর্থাৎ ‘আল্লাহু আকবার’ পাঠ করা।
 তাহলীল (আল্লাহর একত্ববাদ ঘোষণা করা) অর্থাৎ ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ পাঠ করা।
এগুলো বিশেষভাবে সকাল-সন্ধ্যা, পাঁচ ওয়াক্ত সালাতের পর, ঘুমের পূর্বে এবং অন্য যে কোন সময় বেশি বেশি পাঠ করা অত্যন্ত ফযীলতপূর্ণ আমল।


উত্তর প্রদানে: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
(লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সউদী আরব)
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব।