প্রশ্ন: অনেকেই সফরে ব্যাগে মাটির ঢেলা রাখে। কারণ বাস, ট্রেন বা প্লেনে যেখানে-সেখানে হয়তো তায়াম্মুমের জন্য মাটি পাওয়া যায় না। আবার সেখান থেকে ইচ্ছা হলেও নামাও যায় না। তাই তারা মাটির ঢেলাটাকে কোনো কিছু দিয়ে খুঁচিয়ে একটু মাটি বের করে তায়াম্মুম করে থাকে। তাছাড়া শহরের বাড়িতে অনেক সময় মাটি পাওয়া যায় না। বৃদ্ধ মানুষদের জন্য অনেক সময় ওজু করে নামাজ পড়াটাই কষ্টকর হয়ে যায়। তখন অনেকেই এই মাটির ঢেলা থেকে খুঁচিয়ে মাটি বের করে তায়াম্মুম করে থাকে। এভাবে করা কি জায়েজ হবে?
উত্তর: তায়াম্মুম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন,
وَإِن كُنتُم مَّرْضَىٰ أَوْ عَلَىٰ سَفَرٍ أَوْ جَاءَ أَحَدٌ مِّنكُم مِّنَ الْغَائِطِ أَوْ لَامَسْتُمُ النِّسَاءَ فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا فَامْسَحُوا بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُمْ
“আর যদি তোমরা অসুস্থ হয়ে থাক কিংবা সফরে থাক অথবা তোমাদের মধ্য থেকে কেউ যদি প্রস্রাব-পায়খানা থেকে এসে থাকে কিংবা স্ত্রী সহবাস করে, কিন্তু পরে যদি পানি না পাও তবে পবিত্র মাটির দ্বারা তায়াম্মুম করে নাও-তাতে মুখমণ্ডল ও হাতের উপর মাসেহ করে নাও।” [সূরা নিসা: ৪৩]
সুতরাং কেউ সফর অবস্থায় অথবা সেখানে যদি পানি না পাওয়ার বা পানি ব্যবহার করতে কষ্টসাধ্য হওয়ার আশংকা করে তাহলে সাথে কিছু মাটি/ঢেলা সংরক্ষণ করতে পারে যাতে প্রয়োজনে তা দ্বারা তায়াম্মুম করা সহজ হয়। শরিয়তের দৃষ্টিতে তা আপত্তিকর কিছু নয়। বরং তা দ্বীনী ক্ষেত্রে বুদ্ধিমত্তারই পরিচয় বহন করে।
❑ ঢেলা বা মাটি দ্বারা তায়াম্মুম করার পদ্ধতি:
নিম্নোক্ত দুটি পদ্ধতিতে ঢেলা বা মাটি দ্বারা তায়াম্মুম করা যায়:
◈ ১. পবিত্রতার নিয়তে বিসমিল্লাহ বলে দু হাত একত্রিত করে সরাসরি পাক মাটির ঢেলার উপর মাসেহ করবে। তারপর হাতের তালুতে ফুঁ দিয়ে বা দু হাত ঝেড়ে ফেলে হস্তদ্বয় পুরো মুখমণ্ডলে একবার মাসেহ করবে। অতঃপর বাম হাতের তালু দ্বারা ডান হাতের পিঠ এবং ডান হাতের তালু দ্বারা বাম হাতের পিঠ একবার মাসেহ করবে। আগে বাম হাত মাসেহ করলেও তায়াম্মুম শুদ্ধ হবে।
(দু হাতের কুনই পর্যন্ত মাসেহ করার হাদিস শুদ্ধ নয়)।
◈ ২. অথবা ঢেলা থেকে যে কোনোভাবে কিছু মাটি অথবা কিছু ধুলো-বালি হাতে নিয়ে তা দু হাতে কচলে নিবে। দু হাতের তালুতে ফুঁ দিয়ে বা দু হাত ঝেড়ে ফেলে হস্তদ্বয় পুরো মুখমণ্ডলে একবার মাসেহ করবে। অতঃপর উপরোল্লিখিত পদ্ধতিতে তায়াম্মুম সম্পন্ন করবে।
➤➤ উল্লেখ্য যে, বর্তমান যুগে উন্নত ফার্মেসিতে আধুনিক স্বাস্থ্য সম্মত তায়াম্মুম প্যাড অথবা বিশেষভাবে প্রস্তুতকৃত প্যাকেট জাত তায়াম্মুমের মাটি পাওয়া যায়। এর মাধ্যমে তায়াম্মুম করা অধিকতর সহজ ও স্বাস্থ্যসম্মত।
আল্লাহ তাওফিক দান করুন। আমিন।▬▬▬▬▬ ◈◉◈▬▬▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব।