খাওয়ার শুরুতে শুধু ‘বিসমিল্লাহ’ নাকি ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ বলা সুন্নত?

প্রশ্ন: খাওয়ার শুরুতে শুধু ‘বিসমিল্লাহ’ নাকি ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ বলা সুন্নত?
▰ ▰ ▰ ▰ ▰ ▰ ▰ ▰ ▰ ▰ ▰ ▰ ▰ ▰
উত্তর:

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
((إِذَا أَكَلَ أَحَدُكُمْ طَعَاماً فَلْيَقُلْ بِسْمِ اللَّهِ، فَإِنْ نَسِيَ فِي أَوَّلِهِ فَلْيَقُلْ بسمِ اللَّهِ فِي أَوَّلِهِ وَآخِرِهِ))

“তোমাদের কেউ যখন খাওয়া শুরু করে সে যেন বলে, বিসমিল্লাহ (অর্থ: নামে শুরু করছি) আর যদি, শুরুতে ‘বিসমিল্লাহ’ বলতে ভুলে যায় তাহলে সে যেনো বলে:
“বিসমিল্লাহি ফি আওয়ালিহি ওয়া আখিরিহি” (অর্থ: শুরুতে ও শেষে আল্লাহর নামে)
(সুনানে আবু দাউদ ৩৭৬৭)।

এ হাদীস থেকে বুঝা যায়, খাওয়ার শুরুতে শুধু ‘বিসমিল্লাহ’ বলাই যথেষ্ট। এটিই সুন্নত। কেননা, হাদীসে কেবল বিসমিল্লাহ বলার কথা এসেছে। তাই পূরো ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ না বলাই ভালো।

কাউকে কাউকে খাওয়ার শুরুতে “বিসমিল্লাহি ওয়া আ’লা বারকাতিল্লাহ” বলতে দেখা যায়। কিন্তু তা হাদীসে আসে নি। তাই সেটাও বর্জনীয়।

আল্লাহ সবচেয়ে ভালো জানেন।
▰ ▰ ▰ ▰ ▰ ▰ ▰ ▰ ▰ ▰

উত্তর প্রদানে:

আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, KSA.

Share: