প্রশ্ন: কোন পুরুষ চার জন স্ত্রীকে বিয়ে করতে চাইলে প্রত্যেক বউয়ের নিকট কি অনুমতি নেয়া জরুরি? আর সবাইকে এক বাড়িতে রাখা কি জায়েজ?
—————–
উত্তর:
একজন পুরুষ তার প্রয়োজনে সর্বোচ্চ চারজন বিবাহ করতে পারবে। আল্লাহ তাআলা তাকে এই অধিকার প্রদান করেছেন (দেখুন, সূরা নিসা: ৩)। ইসলাম এ জন্য অন্য স্ত্রীদের অনুমতি নেয়াকে আবশ্যক করে নি-যদিও আমাদের দেশের মানব রচিত আইনে পূর্বের স্ত্রীর অনুমতিকে বাধ্যতা মূলক করা হয়েছে। কিন্তু এ আইনের সাথে ইসলামের সাথে ন্যূনতম সম্পর্ক নাই।
একজন পুরুষ একাধিক বিয়ে করলে সে তার সুবিধা অনুযায়ী তাদের থাকার সুব্যবস্থা করবে। একই বাড়িতে প্রত্যেকের জন্য আলাদা আলাদা ঘর থাকলে তাতে কোন আপত্তি নাই। আর যদি তার সাধ্যে কুলায় প্রত্যেকের জন্য পৃথক পৃথক বাড়ির ব্যবস্থা করতে পারে। এতেও কোন সমস্যা নেই।
তবে একই ঘরে এক স্ত্রীর সাক্ষাতে আরেক স্ত্রীর সাথে দাম্পত্য ও বিনোদন মূলক কার্যক্রম করা হারাম।
—————-
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব