প্রশ্ন: কোনও হালাল খাদ্য খাবার সময় যদি বিসমিল্লাহ বলা না হয় তাহলে কি ঐ খাবার খাওয়া হারাম হয়ে যাবে?
উত্তর:
খাবার-পানীয় গ্রহণের শুতে ‘বিসমিল্লাহ’ বলা গুরুত্বপূর্ণ সুন্নত। কেউ তা ভুলে গেলে খাবার মাঝে যখনই স্মরণ হবে তখনই পাঠ করবে, ‘বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু’। তাহলেই যথেষ্ট হবে। এটাও পড়তে কেউ ভুলে গেলে কোনও গুনাহ হবে না বা খাওয়াটাও হারাম হবে না। তবে ইচ্ছাকৃত ভাবে তা পরিত্যাগ করা উচিত নয়।
▬▬▬✪✪✪▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব।