কেউ যদি একাকী ফরজ সালাত আদায় করে-যেমন মাগরিব, এশা ও ফজরের ওয়াক্ত

প্রশ্ন : কেউ যদি একাকী ফরজ সালাত আদায় করে-যেমন মাগরিব, এশা ও ফজরের ওয়াক্তে-তাহলে সে সময় কি উচ্চ আওয়াজে সুরা-কিরাআত পাঠ করতে হবে না কি না করলেও চলে?

উত্তর : জেহরি নামাজ তথা যেসকল নামাজে কিরাআত উঁচু করতে হয়-যেমন, মাগরিব, ইশা এবং ফজরের নামাজ- কিরাআত উঁচু করে পড়া সুন্নত-চাই জামাআতের সাথে পড়া হোক অথবা একাকী পড়া হোক।

তবে নীরবে কিরাআত পাঠ করলেও সালাত শুদ্ধ হবে ইনশাআল্লাহ।

➖➖➖➖➖➖➖➖
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আবদুল জলীল মাদানি
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, KSA

Share: