উত্তর:
কুরআন তিলাওয়াত বা অন্য যে কোন উদ্দেশ্যে ওযু করা হলে উক্ত ওযু দ্বারা ফরয, সুন্নত, নফল ইত্যাদি সালাত আদায় করা বৈধ। কেননা, সালাতের পূর্বে পবিত্রতা অর্জন করা শর্ত। আর এখানে তা বিদ্যমান রয়েছে।
সুতরাং কুরআন তিলাওয়াতের উদ্দেশ্য কৃত ওযু দ্বারা সালাত আদায় করতে কোনো বাধা নেই। আল হামদুলিল্লাহ।
-আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
জুবাইল, সৌদি আরব।।