প্রশ্ন: কিভাবে অন্তরে তাকওয়া বা আল্লাহ ভীতি বৃদ্ধি করা যায়?
উত্তর:
নি:সন্দেহে তাকওয়া বা আল্লাহ ভীতি দুনিয়াও আখিরাতের সাফল্য লাভের সবচেয়ে বড় মাধ্যম। যুগে যুগে সকল নবী-রাসূল তাদের উম্মতকে এ বিষয়ে উপদেশ প্রদান করেছেন।
তাকওয়া বলতে বুঝায়, আল্লাহ যা আদেশ করেছেন তা বাস্তবায়ন করা এবং যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা।
✪ তাকওয়া বা আল্লাহ ভীতি বৃদ্ধির ১০টি কার্যকরী উপায়:
১) অধিক পরিমাণে ইবাদত-বন্দেগি ও আল্লাহর আনুগত্য মূলক কাজ করা।
২) অধিক পরিমাণে নফল সিয়াম পালন করা।
৩) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নাহ বাস্তবায়ন করা এবং বিদআত থেকে দূরে থাকা।
৪) আল্লাহর বড় বড় নিদর্শনগুলো চিন্তাশীল হৃদয়ে দেখা। যেমন: সুবিশাল ও সুউচ্চ আকাশ, বিস্তীর্ণ পৃথিবী, পৃথিবীর বুকে অসংখ্য সাগর, সুউচ্চ পর্বতরাজি, আকাশের বুকে ভেসে বেড়ানো চন্দ্র, সূর্য ও লক্ষকোটি নক্ষত্ররাজি, দিন-রাতের বিবর্তন ইত্যাদি।
৫) অধিক পরিমাণে আল্লাহর জিকির পাঠ ও ইস্তিগফার করা।
৬) অধিক পরিমাণে কুরআনুল কারিম তিলাওয়াত করা (ও কুরআনের তরজমা ও তাফসীর পড়া)।
৭) সাহাবায়ে কেরাম ও যুগে যুগে মুত্তাকী-পরহেযগার পূর্বসূরিদের জীবনী পাঠ করা।
৮) তাকওয়াবান-পরহেজগার ও সৎ লোকদের সাথে উঠবস করা
৯) পাপাচার ও পাপাচারের স্থান থেকে দূরে থাকা।
১০) তাকওয়া ও আল্লাহ ভীতির মর্যাদা কথা জানা ও সেগুলো হৃদয় দিয়ে উপলব্ধি করা।
আল্লাহু আলাম
——আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল——-