এক মহিলার মাসিক বন্ধ হয়ে যাওয়ার ১০/১২ দিন পর আবার মাসিক শুরু হয়েছে

প্রশ্নঃ কোন এক মহিলার মাসিক বন্ধ হয়ে যাওয়ার ১০/১২ দিন পর আবার মাসিক শুরু হয়েছে এখন ঐ অবস্থায় নামাজ পরবে কিনা এবং রোজা রাখবে কিনা?
উত্তরঃ যদি এরকম হটাৎ করে হয়ে থাকে এই বছর বা হটাৎ করে মানে প্রত্যেক মাসে নিয়ম ভাবেই হয়, এক মাসে এক বারই হয় কিন্তু এই মাসে হটাৎ করে হয়েছে তাহলে এটাকে ইস্তেহাযা বা অসুস্থতা ধরে নিতে হবে। সে রোজাও রাখবে এবং নামাজও পড়বে। নামাজের সময় সুন্দর করে পরিস্কার-পরিছন্ন হয়ে কাপর বেধে অথবা ন্যাপকিন ভালভাবে বেধে প্রত্যেক নামাজের ওয়াক্ত শুরু হলে অজু করে নামাজ পড়বে।

উত্তর প্রদানে:
মোহাম্মদ সাইফুল ইসলাম মাদানি।।

Share: