প্রশ্ন: একজন স্বল্প জ্ঞানসম্পন্ন সাধারণ মুসলমান কোরআন হাদিস তেমন বোঝে না। সে কীভাবে বুঝবে যে, কোন আলেম কোরআন সুন্নাহর অনুকূলে হক কথা বলছেন?
এটা বিচারের কী কোনও সহজ মানদণ্ড ইসলামে আছে ?
উত্তর : যে ব্যক্তি কুরআন-সুন্নাহ সম্পর্কে জ্ঞান রাখে না তার কর্তব্য, দীনি মাসআলা-মাসায়েল সম্পর্কে বড় ও বিশ্বস্ত আলেমদের কে জিজ্ঞেস করে জেনে নেয়া এবং তদনুযায়ী আমল করা।
আল্লাহ তাআলা বলেন:
فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ
“অতএব জ্ঞানীদেরকে জিজ্ঞেস কর, যদি তোমাদের জানা না থাকে।”
-Sura An-Nahl – ayat-43
তবে যে আলেমকে মানুষ প্রশ্ন করবে তার কর্তব্য, যথাসম্ভব দলীল-প্রমাণ সহকারে সুন্দরভাবে প্রশ্নকারীকে বুঝিয়ে দেয়া।
যেহেতু সাধারণ মানুষ ভালো-মন্দ ও সঠিক-বেঠিক নির্নয় করার যোগ্যতা রাখে না সেহেতু তার জন্য তা আবশ্যক নয়।
➖➖➖➖➖➖➖➖
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আবদুল জলীল মাদানি
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, KSA