প্রশ্ন: উমরার গুরুত্ব কতটুকু? আমি উমরা আদায় করতে চাই। কিন্তু আমি জানি না, এখন থেকে কীভাবে কী আমল করব বা কীভাবে নিজেকে প্রস্তুত করব। তাই দয়া করে এ সম্পর্কে জানালে উপকৃত হব ইনশাআল্লাহ।
উত্তর: দুআ করি, আল্লাহ তাআলা যেন আপনার উমরা আদায়ের বিষয়টিকে সহজ করে দেন এবং তা কবুল করেন। আমিন।
🔶 উমরার গুরুত্ব ও ফজিলত:
➤ সামর্থ্যবান ব্যক্তির জন্য হজ ও উমরা আদায় করা ফরজ:
ইবনে উমর (রা.) বলেন,
لَيْسَ أَحَدٌ إِلَّا وَعَلَيْهِ حَجَّةٌ وَعُمْرَةٌ وَقَالَ ابْنُ عَبَّاسٍ إِنَّهَا لَقَرِينَتُهَا فِي كِتَابِ اللهِ {وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ}
“প্রত্যেক (সামর্থ্যবান ব্যক্তি)-এর জন্য হজ ও উমরা অবশ্য পালনীয়।”
ইবনে আব্বাস (রা.) বলেন, কুরআনুল কারিমে হজের সাথেই উমরার উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলেন:
وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ
“তোমরা আল্লাহর উদ্দেশে হজ ও উমরা পূর্ণভাবে আদায় কর।” (সূরা বাকারা: ১৯৬)
[সহিহ বুখারি, অধ্যায়: ২৬, পরিচ্ছেদ: ১]
➤ উমরা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ইবাদত এবং গুনাহ মোচনের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম:
হাদিসে এসেছে:
আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
> الْعُمْرَةُ إِلَى الْعُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا
“এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত মধ্যবর্তী সময়ের গুনাহ মোচন হয়ে যায়।”
[সহিহ বুখারি, হাদিস: ১৭৭৩; সহিহ মুসলিম, হাদিস: ১৩৪৯]
➤ উমরা পালনকারীর জন্য বিশাল সুসংবাদ:
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:
> مَنْ أَتَى هَذَا الْبَيْتَ فَلَمْ يَرْفُثْ وَلَمْ يَفْسُقْ رَجَعَ كَمَا وَلَدَتْهُ أُمُّّهُ
“যে ব্যক্তি এই ঘরে এলো, অতঃপর যৌন-স্পর্শ রয়েছে এমন কাজ ও কথা থেকে বিরত থাকল এবং শরিয়ত-বহির্ভূত কাজ/পাপাচার থেকে বিরত থাকল, সে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার দিনের মতো (নিষ্পাপ) হয়ে ফিরে গেল।” [ফাতহুল বারি: ৩/৩৮২]
➤ রমজানের উমরা হজের সমতুল্য:
ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
> إِنَّ عُمْرَةً فِي رَمَضَانَ حَجَّةٌ
“রমজানের একটি উমরা একটি হজের সমতুল্য।”
[সহিহ বুখারি, হাদিস: ১৭৮২; সহিহ মুসলিম]
➤ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জীবনে চারবার উমরা আদায় করেছেন এবং তার কাছ থেকে হজ-উমরার নিয়ম শিখতে বলেছেন।
তাই এই গুরুত্বপূর্ণ ইবাদতটি বিশুদ্ধভাবে আদায়ের চেষ্টা করা একান্ত জরুরি।
🔶 উমরা আদায়ের প্রস্তুতি হিসেবে ১০টি গুরুত্বপূর্ণ নির্দেশনা ও করণীয়:
✪ ১. একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে উমরা আদায়ের নিয়ত করা। কারণ সকল আমল নিয়তের ওপর নির্ভরশীল।
✪ ২. হালাল অর্থ দ্বারা উমরা করা এবং আয়-ইনকাম ও অর্থ-সম্পদকে হারামের স্পর্শমুক্ত করা।
✪ ৩. অতীত জীবনের ভুল-ত্রুটি ও গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা-ইস্তিগফার করা।
✪ ৪. উমরার বিধি-বিধান সম্পর্কে জ্ঞান অর্জন করা।
✪ ৫. কারও সাথে মনোমালিন্য থাকলে উমরা সফরে যাওয়ার পূর্বে তার কাছে ক্ষমা চাওয়া বা সম্পর্ক ঠিক করা।
✪ ৬. কারও হক/অধিকার নষ্ট করে থাকলে তা ফিরিয়ে দেওয়া বা তার সাথে সমঝোতা করা।
✪ ৭. মানুষের সাথে আর্থিক লেনদেন থাকলে তা পরিষ্কার করা। ঋণ থাকলে পরিশোধ করা বা লিখিত স্বীকৃতি রেখে অনুমতি নেওয়া।
✪ ৮. সালাত আদায়ে যত্নবান হওয়া। কারণ সালাত ঠিক না থাকলে শতবার উমরা করেও কোনো লাভ নেই।
✪ ৯ শিরক ও বিদআতের সাথে সম্পর্ক ছিন্ন করা।
✪ ১০. আল্লাহ তাআলা যেন সুস্থতা ও নিরাপত্তার সাথে উমরার যাবতীয় কাজ সঠিকভাবে সম্পন্ন করার তৌফিক দান করেন, সে জন্য দুআ করা। আল্লাহ কবুল করুন। আমিন।
▬▬▬ ◈◉◈▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব।