اللَّهُمَّ مُصَرِّفَ الْقُلُوبِ صَرِّفْ قُلُوبَنَا عَلٰى طَاعَتِكَ
“হে অন্তরের পরিবর্তন সাধনকারী রব! আমাদের অন্তরকে তোমার অনুগত্যের দিকে পরিবর্তন করে দাও।” [সহীহ মুসলিম, অধ্যায়: তাকদীর, অনুচ্ছেদ, আল্লাহ যেভাবে ইচ্ছা অন্তর পরিবর্তন করেন, হা/২৬৫৪]
উম্মে সালামা রা. বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ দুআটিও বেশি বেশি পাঠ করতেন:
يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ
“হে অন্তরের পরিবর্তনকারী! আমার অন্তরকে তুমি তোমার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখ।” [মুসনাদে আহমাদ, হা/২১৪০, সহীহ তিরমিযী, অধ্যায়: দুআ, সহীহুল জামে ৬/৩০৯)
—-আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল