মুসা আলাইহিস সালাম এর নিকট ইবলিস শয়তানের তওবা করা এবং আদম আলাইহি সালাম এর কবরে সেজদা করার হাদিসটি প্রমাণিত নয়
প্রশ্ন: একটা ঘটনা প্রায় শোনা যায় যে, ইবলিস মুসা আলাইহিস সালাম-এর কাছে তওবা করতে চেয়েছিল। তাকে বলা হল, আদম-এর কবরে সিজদা করো তাহলে তোমাকে ক্ষমা করা হবে। কিন্তু সে তা অহংকার বশত: অস্বীকার করে বলল, আমি তাকে তাঁর জীবদ্দশায় সেজদা করিনি, মৃত্যুর পর সেজদা করব?” এমন কোন ঘটনা আদৌ আছে কি? উত্তর: সুয়ুতি রাহ. তার …