ইকামতে দ্বীন বা দ্বীন প্রতিষ্ঠা এর ব্যাপারে সংক্ষিপ্ত কথা হল, একমাত্র আল্লাহ সুবহানাহুওয়া তা’আলার এবাদত করা, তার বিধি-বিধান ও আদেশ-নিষেধগুলো মেনে চলা। ঈমান-আকিদা এবং আমল-আখলাক সংশোধন করা, তৌহিদ ও সুন্নাহ বাস্তবায়ন করা, শিরক এবং বিদআত থেকে দূরে থাকা, স্ত্রী-পরিবার কে আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালনা করা, সামাজিকভাবে মানুষের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, বিচারব্যবস্থা, রাষ্ট্রপরিচালনা ইত্যাদি জীবনের প্রতিটি দিক ও বিভাগে আল্লাহর হুকুম বাস্তবায়ন করাটাই ইকামতে দ্বীন।
আমাদের সমাজে প্রচলিত একটি বিশেষ মতবাদ হল, একামতে দ্বীন মানে কেবল ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা।
ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার না হলে একামতে দ্বীন হলো না।
এই ধরণের ব্যাখ্যা সালাফে-সালেহীনের ব্যাখ্যার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
আল্লাহু আল্লাহ।
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী
লিসান্স, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব।।