আলেম নন কিন্তু সব বিষয়ে মানুষকে ফতোয়া দেন তার থেকে ফতোয়া নেওয়া যাবে কি

প্রশ্ন: একজন ব্যক্তি আলেম নন কিন্তু তার আকিদা সহিহ। তিনি সব বিষয়ে মানুষকে ফতোয়া দেন। তার থেকে ফতোয়া নেওয়া যাবে কি? আর ব্রাদার্সদের থেকে কি ফতোয়া গ্রহণ করা যাবে?
উত্তর: প্রকৃতপক্ষে ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা আমাদের দেশে যাদেরকে আমরা ‘আলেম’ বলে চিনি তাদের অধিকাংশের মধ্যেই নেই‌ ব্রাদার্স, সাধারণ তালেবুল ইলম, কিংবা সাধারণ দ্বীন চর্চা কারী ব্যক্তি তো দূরের কথা। কেননা ফতোয়া দেওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে। ‌যেমন: ইলমুল কুরআন, তাফসির, হাদিস, উসুলে হাদিস, আরবি ভাষা সাহিত্য ও ব্যাকরণ, ফিকহ, উসুলে ফিকহ, সালাফদের ফতোয়া ও মতামত এবং বিশুদ্ধ আকিদা-এর পাশাপাশি ফিকহুল ওয়াকে (পরিবেশ ও প্রেক্ষাপট) সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা থাকা।
তাই সাধারণ মানুষের উচিত, দেখেশুনে, যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন আলেমদেরকে ফতোয়া জিজ্ঞাসা করা। বিশেষ করে এ ক্ষেত্রে ইলমের জগতে সুপরিচিত বিদগ্ধ ও বড় আলেমদেরকে অগ্রাধিকার দিতে হবে।

যার তার কাছে ফতোয়া জিজ্ঞাসা করা মোটেও নিরাপদ নয়। আর যারা ইচ্ছেমত ফতোয়া দিচ্ছে তাদেরও উচিত, আল্লাহকে ভয় করা। কেননা এটা অনেক বড় আমানত।‌ এবং ইলম বিহীন ফতোয়া দেওয়ার পরিণতি খুবই ভয়াবহ। (আল্লাহ ক্ষমা করুন। আমিন)। তবে সাধারণ আলেম, বক্তা, ওয়ায়েজ, মসজিদের ইমামগণ-খতিব ও ব্রাদার্স প্রমুখগণ যদি বিজ্ঞ আলেমদের দলিল সমৃদ্ধ ফতোয়াগুলো মানুষের কাছে নকল করে তাহলে তাতে সমস্যা নেই। তাদের থেকে এই জাতীয় ফতোয়া গুলো সতর্কতার সাথে গ্রহণ করতে কোন বাধা নেই ইনশাআল্লাহ। আল্লাহু আলম।
▬▬▬▬▬▬▬✿◈✿▬▬▬▬▬▬▬

উত্তর প্রদানে: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার। সৌদি আরব।

Share: