উত্তর:
যদি সুদমুক্ত ইসলামী ব্যাংক না পাওয়া যায় এবং অর্থ নিজ হেফাজতে রাখাও ঝুকিপূর্ণ মনে হয় তখন নিরাপত্তার স্বার্থে নিরুপায় হয়ে সুদি ব্যাংকে টাকা রাখা বৈধ হবে কিন্তু তাদের দেয়া সুদ নিজে ভক্ষণ করা যাবে না। বরং তাদের নিকট থেকে মূলধন ও সুদ উভয়টি তুলে নিয়ে সুদে প্রাপ্ত অতিরিক্ত অর্থ সওয়াবের নিয়ত না করে কোন গরীব মানুষকে দান করে দিতে হবে বা কোন জনকল্যাণ মূলক কাজ ব্যায় করে দিতে হবে। সুদের টাকা তাদের নিকট ছেড়ে দেয়া যাবে না। অন্যথায় তারা তা দ্বারা সুদী কার্যক্রম আরও জোরালোভাবে চালিয়ে যাওয়ার কাজে ব্যায় করবে। আল্লাহ ক্ষমা করুন। আমীন।
✒✒✒✒✒
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, ksa