আমার ছেলের আকিকা দিতে চাচ্ছি কিন্তু আমার শশুর-শাশুড়ি বলছে একটা ছাগল আমার মায়ের বাড়ি দিতে আর একটা তাদের বাড়ি দিতে

প্রশ্ন:- আমার ছেলের আকিকা দিতে চাচ্ছি কিন্তু আমার শশুর-শাশুড়ি বলছে একটা ছাগল আমার মায়ের বাড়ি দিতে আর একটা তাদের বাড়ি দিতে। আমার প্রশ্ন এভাবে আকিকা দেওয়া যায় কি? আর আমার আকিকা দেওয়া নাই এখন আমার আকিকা কিভাবে দেব শশুরবাড়িতে না বাপের বাড়িতে দিব?

উত্তর-আকীকার দুটি ছাগল একই স্থানে জবেহ করা জরুরি নয়। সুতরাং একটি ছাগল শ্বশুর বাড়ি আরেকটা বাবার বাড়িতে জবেহ করলেও আকীকা শুদ্ধ হবে ইনশাআল্লাহ।
– শিশুকালে যদি কারও আকীকা না হয়ে থাকে তাহলে বড় হওয়ার পর জীবনের যে কোন সময় নিজের আকীকা নিজে দেয়া জায়েয আছে। এ ক্ষেত্রেও আপনার যেখানে আকীকা দিলে সুবিধা হয় সেখানে দিবেন। শ্বশুর বাড়িতেও দিতে পারেন আবার বাবার বাড়িতেও দিতে পারেন। এটা আপনাদের সিদ্ধান্তের বিষয়।
আল্লাহু আলাম।

আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী

Share: