প্রশ্ন: বাংলাদেশের জনৈক প্রসিদ্ধ ও সুকণ্ঠের অধিকারী বক্তা বলেছেন, আল্লাহ তাআলাকে আদম আ. এর মাটির দেহ তৈরি করতে ১২০ বছর সময় লেগেছে। প্রথমে ৪০ বছরে এঁটেল মাটি! কিন্তু এঁটেল মাটিতে কিছু হয় না। কিছু বানানো যায় না। তারপর ৪০ বছর বৃষ্টি দিলেন। তারপর ৪০ বছর রৌদের কিরণ! তারপর টনটনা মাটির ৬০ গজ আদমের মুর্তি বানালেন।” এ বক্তব্য কি সঠিক?▬▬▬▬▬▬▬✿◈✿▬▬▬▬▬▬▬
উত্তর: এটি বানোয়াট ও ভিত্তিহীন কাহিনী। এ সকল ভিত্তিহীন কিচ্ছা-কাহিনী বয়ান করা বা প্রচার করা জায়েজ নাই। কারণ মিথ্যা হাদিস বর্ণনার পরিণতি খুবই ভয়াবহ।
যে ব্যক্তি জেনে-বুঝে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা হাদিস বয়ান করলো তার পরিণতি জাহান্নাম। এ মর্মে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। যেমন: রাসূল সাল্লাম বলেছেন,
مَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّداً فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ” رواه البخاري
“যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে আমার উপর মিথ্যারোপ করল (মিথ্যা হাদিস বর্ণনা করল), সে যেন জাহান্নামে নিজের ঠিকানা করে নিলো।” [সহিহ বাখারি, অনুচ্ছেদ: আম্বিয়াদের হাদিস, হা/ ৩২৭৪]। শুধু তাই নয় তার ভুল বক্তব্যের কারণে যত মানুষ ইসলাম সম্পর্কে ভুল তথ্য পাবে তাদের সকলের দায়-দায়িত্ব তার উপর বর্তাবে। তাই বক্তাদের কর্তব্য, হাদিস বর্ণনা করার পূর্বে তার শুদ্ধতা ও নির্ভরযোগ্যতা সম্পর্কে যাচাই করা। আল্লাহ ক্ষমা করুন। আমিন।
– আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল –