আত্মহাত্যাকারীর গোসল, কাফন-দাফন ও তার জন্য দুআ

ইসলামের দৃষ্টিতে আত্মহত্যা করা কবিরা গুনাহ। তবে এতে কোন মুসলিম ইসলাম থেকে বের হয়ে যায় না বা কাফের হয়ে যায় না।
এ কারণে তার গোসল, কাফন, দাফন করা এবং তার জন্য দুআ করা জায়েয। তবে বড় আলেম ও অনুসরণীয় ব্যক্তিগণ এ সব কাজ শরিক হবে না। বরং সাধারণ মুসলিমগণ করবে যেন অন্যরা আত্মহত্যার মত জঘন্য কর্মের খারাপী সম্পর্কে সচেতন হতে পারে। আল্লাহু আলাম।
▬▬▬✪✪✪▬▬▬
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী
জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব