রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জননী আয়েশা রা. কে বলেন,
“হে আয়েশা! সংক্ষিপ্ত ও অর্থবহ দুআগুলো তুমি বেশি বেশি করো।
তুমি বলো:
اللهم إني أسألك من الخير كلِّه ، عاجلِه و آجلِه ، ما علمتُ منه و ما لم أعلمُ
و أسألك الجنةَ و ما قرَّب إليها من قولٍ أو عملٍ
و أعوذُ بك من النَّارِ و ما قرَّب إليها من قولٍ أو عملٍ
و أسألك مما سألك به محمدٌ ﷺ
و أعوذ بك مما تعوَّذَ منه محمدٌ ﷺ
و ما قضيتَ لي قضاءً فاجعل عاقبتَه رَشَدًا
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খাইরি কুল্লিহী, ‘আ-জিলিহী ওয়া আ-জিলিহ,
মা আ’লিমতু মিনহু ওয়া মা লাম আ’লাম।
ওয়া আসআলুকাল জান্নাতা ওয়া মা ক্বাররাবা ইলাই-হা মিন ক্বওলিন আও আ’মাল।
ওয়া আউযু বিকা মিনান না-রি ওয়া মা ক্বাররাবা ইলাই-হা মিন ক্বওলিন আও আমাল।
ওয়া আসআলুকা মিম্মা সাআলাকা বিহী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওয়া আউযু বিকা মিম্মা তা’আওয়াযা মিনহু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওয়া মা ক্বাদাইতা লি ক্বাদআন ফাজআল আক্বিবাতাহু রাশাদা।
অর্থ: “হে আল্লাহ! আমি আপনার কাছে যাবতীয় কল্যাণ প্রার্থনা করছি, তা দুনিয়াবি হোক বা পরকালীন, যা আমি জানি এবং যা আমি জানি না। আমি জান্নাত প্রার্থনা করছি এবং আরো প্রার্থনা করছি, জান্নাতের নিকটবর্তী করে এমন সব কথা ও কাজ। আমি জাহান্নাম থেকে আশ্রয় চাই এবং আরো আশ্রয় চাই জাহান্নামের নিকটবর্তী করে এমন সব কথা ও কাজ থেকে। আমি আপনার কাছে সেই সব কিছু চাই, যা আপনার নবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) চেয়েছেন, এবং আমি সেই সব কিছু থেকে আশ্রয় চাই, যেগুলো থেকে আপনার নবী আশ্রয় চেয়েছেন। আপনি আমার জন্য যা কিছু নির্ধারণ করেছেন, তার পরিণতি যেন কল্যাণকর হয়।” [মুসনাদ আহমাদ, হাদিস: ২৫৪৯৭, সহিহ আদাবুল মুসরাত, হা/৪৯৭]
▬▬▬ ◈◉◈▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব।