অনেক সময় দেখা যায় যে, পেশাব করে পানি নেওয়ার সময় কাপড় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তখন কী করণীয়

প্রশ্ন: অনেক সময় দেখা যায় যে, পেশাব করে পানি নেওয়ার সময় কাপড় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তখন কী করণীয়?

উত্তর:

পেশাব-পায়খানার পর খুব সতর্কতার সাথে ভালোভাবে পরিচ্ছন্নতা অর্জন করতে হবে। তবে সতর্ক থাকার পরও যদি নিশ্চিতভাবে বুঝতে পারেন যে, কাপড়ে পেশাব অথবা পেশাব ধোয়া পানি লেগেছে তাহলে যে স্থানে লেগেছে সে স্থানটা পবিত্র পানি দ্বারা ভালো করে ধৌত করে নিলেই তা পবিত্র হয়ে যাবে। কিন্তু
বেশি পরিমাণে নাপাকি কাপড়ে ছড়িয়ে-ছিটিয়ে যাওয়ার কারণে বা নাপাকি লাগার নির্দিষ্ট স্থান সনাক্ত করতে না পারার কারণে যদি কাপড় ধৌত করা সম্ভব না হয় তাহলে তা পরিবর্তন করা জরুরি। অন্যথায় ঐ নাপাক কাপড় পরে সালাত শুদ্ধ হবে না। কেননা শরীর, পরিধেয় বস্ত্র এবং সালাতের স্থান পবিত্র হওয়া সালাতের পূর্বশর্ত। অন্যথায় সালাত আল্লাহর নিকট গৃহীত হবে না।
হাদিসে এসেছে,
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ “‏ لاَ يَقْبَلُ اللَّهُ صَلاَةً بِغَيْرِ طُهُورٍ
আনাস বিন মালিক রা. থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, “আল্লাহ পবিত্রতা ছাড়া সালাত কবুল করেন না।” (সহিহ ইবনে মাজাহ হা/২২৩)
আল্লাহু আলাম।

উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব।

Share: