প্রশ্ন: গত কাল আমার ফোনে কে যেন ১০০ টাকা দিয়েছে কিন্তু কেউ কলও দিচ্ছে না। উল্লেখ্য যে, আমাকে যারা টাকা দেওয়ার মত তারা কেউ দেয় নি আর আমার নাম্বারটাও খুব কম মানুষ জানে। আমি এখন কী করতে পারি যদি না জানতে পারি যে, কে দিয়েছে?
উত্তর:
হয়ত আপনার কোন পরিচিত ব্যক্তি উপহার হিসেবে আপনার কাছে এই টাকা পাঠিয়ে নিজেকে গোপন রেখেছে। অথবা কেউ ভুল বশত: আপনার নাম্বারে এই টাকা রিচার্জ করেছে।
এ ক্ষেত্রে করণীয় হল, প্রথমত: যে নাম্বার থেকে টাকা এসেছে সে নাম্বারে কল দিয়ে বা ফোন কোম্পানির কাস্টমার কেয়ারে কল দিয়ে জানার চেষ্টা করতে হবে যে, কে এই টাকা পাঠিয়েছে বা এর উৎস কী? কেননা, অর্থের উৎস সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাকে প্রশ্ন করবেন। যেমন: হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাকে পাঁচটি প্রশ্ন করবেন। সেগুলোর উত্তর যথাযথভাবে না দিতে পারলে সে দিন কাউকে এক পা অগ্রসর হতে দেয়া হবে না। সে দুটি প্রশ্ন হল:
وَمَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ وَفِيمَ أَنْفَقَهُ
“(কিয়ামতের দিন মহান আল্লাহ বান্দাকে প্রশ্ন করবেন) তার ধন-সম্পদ কোথা থেকে উপার্জন করেছে এবং তা কোন খাতে খরচ করেছে?” (তিরমিযী হা/২৪১৬; মিশকাত হা/৫১৯৭।)
কিন্তু যদি চেষ্টা সত্যেও টাকার উৎস জানা সম্ভব না হয় তাহলে আপনি তা ব্যবহার করতে পারেন তবে পরবর্তীতে যদি কেউ দাবী করে যে, ভুল বশত: আপনার নাম্বারে টাকা পাঠানো হয়েছিলো তাহলে তাকে তা ফেরত দিতে হবে।
الله أعــــــلــــــم بالصـــــواب
– আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল