ছোট বাচ্চার হজ্জ আদায়
আমি যদি চাই যে, আমার নাবালগ ছেলে আমার সাথে হজ্জ করুক। সেক্ষেত্রে তাকে ইহরামের কাপড় পরিয়ে হজ্জের যাবতীয় কার্যাবলী কি তার পক্ষ থেকে আমি পালন করব, যেমন- তাওয়াফ ইত্যাদি? নাকি তাকে সাধারণ পোশাক পরাব এবং তার পক্ষ থেকে আমি কোন আমল করব না; যেহেতু সে ছোট, তার উপরে হজ্জ ফরয নয়? আলহামদুলিল্লাহ। বুঝদার ছেলে প্রাপ্ত …