রমজান বিষয়ক কতিপয় গুরুত্বপূর্ণ হাদিস

عن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال: لا تصوموا حتى تروا الهلال ولا تفطروا حتى تروه فإن أغمي عليكم فاقدروا له ১. আবদুল্লাহ ইবনে উমর রা. হতে বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,“তোমরা চাঁদ না দেখে রোজা রাখবে না এবং চাঁদ না দেখে রোজা ভঙ্গ করবে না। তবে … Read more

স্ত্রী, পরিবার ও নিকটাত্মীয়দের সাথে সুন্দর আচরণ এবং একটি প্রসিদ্ধ হাদিসের ভুল অর্থ ও ব্যাখ্যা

নিম্নোক্ত হাদিসটি আমাদের সমাজে যথেষ্ট পরিচিত: প্রখ্যাত সাহাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, خَيْرُكُمْ خَيْرُكُمْ لِأَهْلِهِ، وَأَنَا خَيْرُكُمْ لِأَهْلِي “তোমাদের মধ্যে সে ব্যক্তিই সবচেয়ে ভালো যে তার পরিবারের নিকট সবচেয়ে ভালো আর আমি তোমাদের মধ্যে আমার পরিবারের নিকট সবচেয়ে ভালো।” [ইবনে মাজহ: হাদিস নং ১৯৭৭, তিরমিযী: হাদিস … Read more

কুরআন ও হাদিসে ইলম দ্বারা কী উদ্দেশ্য এবং দুনিয়াবি পড়াশোনাও কি এর অন্তর্ভুক্ত

প্রশ্ন: কুরআন ও হাদিসে ইলম (জ্ঞান) অন্বেষণের উপর যথেষ্ট গুরুত্বারোপ করা হয়েছে। প্রশ্ন হল, এই ‘ইলম’ (জ্ঞান) দ্বারা কী উদ্দেশ্য? দুনিয়াবি পড়াশোনাও কি এর অন্তর্ভুক্ত?▬▬▬▬▬▬▬✿◈✿▬▬▬▬▬▬▬ উত্তর: ইলম শব্দের অর্থ: জ্ঞান, বিদ্যা, কোন বিষয়কে দৃঢ়ভাবে উপলব্ধি করা বা জানা। এর বিপরীত হল, জাহল। অর্থ: অজ্ঞতা বা মূর্খতা। ইসলামি শরিয়তের পরিভাষায় সাধারণভাবে ইলম বলতে ইলমে শরিয়ত তথা … Read more

যে দু’টো নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত বা ধোঁকায় আছে এই হাদীসের ব্যাখ্যা

প্রশ্ন: রাসূল (ﷺ) বলেছেন, এমন দুটি নিয়ামত আছে, যে দু’টোতে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত বা ধোঁকায় আছে। (তা হল) সুস্থতা ও অবসর। উক্ত হাদীসটির ব্যাখ্যা কি? ▬▬▬▬▬▬▬▬❂▬▬▬▬▬▬▬▬ উত্তর: ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘এমন দুটি নিয়ামত আছে, বহু মানুষ সে দু’টির ব্যাপারে ধোঁকায় আছে। (তা হল) সুস্থতা ও অবসর।’’ (সহীহুল বুখারী … Read more

আল্লাহ তা‘আলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আকাশে নেমে আসেন এর সঠিক ব্যাখ্যা

প্রশ্ন: মহান আল্লাহ তা‘আলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আকাশে নেমে আসেন। কিন্তু পৃথিবীর সর্বত্র একসাথে শেষ রাত হয় না। তাহলে হাদীসটির সঠিক ব্যাখ্যা কী? ▬▬▬▬▬▬▬▬❂▬▬▬▬▬▬▬▬ উত্তর: মহান আল্লাহ তা‘আলা আমাদের রব। তিনি শোনেন ও জানেন আমরা যা প্রকাশ করি আর যা গোপন করি। বান্দার কোনো ডাকই তাঁর জানার বাইরে নয়। তিনি সর্বাবস্থায় আমাদের আকুতি … Read more

পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করা সংক্রান্ত হাদীসটির সঠিক ব্যাখ্যা

প্রশ্ন: পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করা সংক্রান্ত হাদীসটির সঠিক ব্যাখ্যা কি? বিস্তারিত জানতে চাই। ▬▬▬▬▬▬▬▬❂▬▬▬▬▬▬▬▬ উত্তর: পাঁচ জিনিসের পূর্বে পাঁচ জিনিসের মূল্যায়ন সম্পর্কিত হাদিসটি মুসলিম উম্মার প্রতি আল্লাহর রাসূল (ﷺ) এর নসিহত এবং বিশেষ অসিয়ত। যেন উম্মতের প্রতিটি সদস্য সৌভাগ্যবান, সফল ও সর্বাঙ্গীণ সুন্দর জীবন লাভ করতে পারে। আমর ইবনু মায়মুন আল আওদী … Read more

কুরআনে বলা হয়েছে যারা জাহান্নামে যাবে তারা সেখানে চিরস্থায়ী থাকবে আবার হাদীসে এসেছে যে ব্যক্তি একনিষ্ঠ ভাবে তাওহীদের স্বীকৃতি দিয়ে মৃত্যু বরন করবে সে পাপী হলেও পাপের শাস্তি ভোগ করে কোন একদিন আল্লাহর ক্ষমায় জান্নাতে যাবে

প্রশ্ন: পবিত্র কুরআনে বলা হয়েছে, যারা জাহান্নামে যাবে তারা সেখানে চিরস্থায়ী থাকবে।আবার হাদীসে এসেছে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ একনিষ্ঠ ভাবে তাওহীদের স্বীকৃতি দিয়ে মৃত্যু বরন করবে সে পাপী হলেও পাপের শাস্তি ভোগ করে কোন একদিন আল্লাহর ক্ষমায় জান্নাতে যাবে? তাহলে কি এই হাদীসটি কুরআনের ঐ আয়াতের সাথে সাংঘর্ষিক নয়? ▬▬▬▬▬▬▬💠💠💠▬▬▬▬▬▬▬ একটি বিষয় জানা … Read more

নিশ্চয় আল্লাহ দ্রব্যমূল্যের হ্রাস-বৃদ্ধি এবং নিয়ন্ত্রণ করেন হাদীসটির সঠিক ব্যাখ্যা কি?

প্রশ্ন: নিশ্চয় আল্লাহ দ্রব্যমূল্যের হ্রাস-বৃদ্ধি এবং নিয়ন্ত্রণ করেন। হাদীসটির সঠিক ব্যাখ্যা কি? বিস্তারিত জানতে চাই। ▬▬▬▬▬▬▬💠💠💠▬▬▬▬▬▬▬উত্তর: আনাস ইবনু মালেক (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর যুগে একবার জিনিসপত্রের দাম বেড়ে গেলো। লোকজন বললো, হে আল্লাহর রাসূল! জিনিসপত্রের দাম বেড়ে গেছে। অতএব আপনি আমাদের জন্য মূল্য বেঁধে দিন। তিনি বলেনঃ “‏ … Read more

সহিহ, হাসান ও জইফ হাদিসের পরিচয়

❑ ক. প্রশ্ন: সহিহ হাদিস কাকে বলে? সহিহ শব্দের অর্থ: শুদ্ধ, নির্ভুল, সুস্থ, সঠিক, সত্য, প্রকৃত ইত্যাদি। আর পারিভাষিক সংজ্ঞা প্রসঙ্গে হাফিজ ইবনে হাজার আসকালানি বলেন, هو ما نقله العدل تام الضبط متصل السند غيرمعلل ولا شاذ “যে হাদিস মুত্তাসিল (অবিচ্ছিন্ন) সনদ পরম্পরায় বর্ণিত হয়, রাবী (বর্ণনাকারী) আদিল (সততা ও ন্যায়-নীতিমান) ও পূর্ণ আয়ত্ত শক্তির … Read more

ফিতনা-ফ্যাসাদের সময় নির্জনতা অবলম্বনের গুরুত্ব এবং অদূর ভবিষ্যতে ছাগল হবে মুসলিমের উত্তম সম্পদ এ হাদিসের ব্যাখ্যা

প্রশ্ন: একটি হাদিসে এসেছে, “অদূর ভবিষ্যতে ছাগল হবে মুসলিমের উত্তম সম্পদ।” এই হাদিসটিতে কী বুঝানো হয়েছে? উত্তর: এটি ফিতনা-ফ্যাসাদের সময় লোকালয় থেকে দূরে কোথাও নির্জনতা অবলম্বন করা প্রসঙ্গে হাদিস। এ বিষয়ে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। যেমন: ◉ আবু সাঈদ খুদরী রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, يُوشِكُ أَنْ يَكُونَ خَيْرَ مَالِ الْمُسْلِمِ … Read more

সকালে মুমিন; সন্ধ্যায় কাফির

প্রশ্ন: হাদিসে আছে ” রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অন্ধকার রাতের টুকরোসমূহের মত (যা একটার পর একটা আসতে থাকে এমন) ফিতনাসমূহ আসার পূর্বে নেকীর কাজ দ্রুত করে ফেল। মানুষ সে সময়ে সকালে মুমিন থাকবে এবং সন্ধ্যায় কাফের হয়ে যাবে অথবা সন্ধ্যায় মুমিন থাকবে এবং সকালে কাফের হয়ে যাবে।”এ হাদিসের আলোকে এ কথাগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা … Read more

তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে ব্যক্তি যে নিজে কুরআন শিখে এবং অন্যকে শেখায়। এ হাদিসে কাদেরকে বুঝানো হয়েছে

প্রশ্ন: হাদিস থেকে আমরা জানি যে, “সে ব্যক্তি উত্তম যে অন্যকে কুরআন শিক্ষা দেয়” এখানে কি শুধু কুরআন সহিহ ভাবে পড়ানোকে বুঝানো হয়েছে? এই হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা জানতে চাই। উত্তর: মুসলিম জাহানের ৩য় খলিফা উসমান বিন আফফান রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলছেন, خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَه “তোমদের মধ্যে সে ব্যক্তি … Read more

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতে তাঁর পেছনের মুসল্লিদেরকে দেখতে পেতেন

প্রশ্ন: এই হাদিসটার ব্যাখ্যা কি? عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ هَلْ تَرَوْنَ قِبْلَتِي هَا هُنَا فَوَاللَّهِ مَا يَخْفَى عَلَىَّ رُكُوعُكُمْ وَلاَ سُجُودُكُمْ إِنِّي لأَرَاكُمْ وَرَاءَ ظَهْرِي ‏”‏ ‏ আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমরা কি মনে করছ আমি শুধু … Read more

আমাকে পৃথিবীর ধনভাণ্ডারের চাবি সমূহ প্রদান করা হয়েছে হাদিসের ব্যাখ্যা

প্রশ্ন: সহিহ বুখারির হাদিসে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমাকে পৃথিবীর ধনভাণ্ডারের চাবি সমূহ প্রদান করা হয়েছে।” এ হাদিসের ব্যাখ্যা কি? উত্তর: আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, بُعِثْتُ بِجَوَامِعِ الْكَلِمِ، وَنُصِرْتُ بِالرُّعْبِ، فَبَيْنَا أَنَا نَائِمٌ أُتِيتُ بِمَفَاتِيحِ خَزَائِنِ الأَرْضِ فَوُضِعَتْ فِي يَدِي قَالَ أَبُو هُرَيْرَةَ: وَقَدْ ذَهَبَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ … Read more

এক শয়তান আরেক শয়তানের পেছনে লেগেছে হাদিসটির ব্যাখ্যা

প্রশ্ন: নিম্নোক্ত হাদিসটির ব্যাখ্যা জানতে চাই: আবু হুরাইরাহ (রাঃ) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে একটি কবুতরের পিছু ধাওয়া করতে দেখে বললেন, “এক শয়তান আরেক শয়তানের পিছে লেগেছে।” (আহমাদ, আবু দাউদ, ইবনু মাজাহ প্রমুখ) উত্তর: আবু হুরায়রা রা. হতে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ব্যক্তিকে একটি কবুতরের পেছনে ছুটতে … Read more

ছাগল জান্নাতের প্রাণী

প্রশ্ন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমারা ছাগলের কদর করো এবং তার শরীরের ধুলোমাটি ঝেড়ে দাও। কারণ ছাগল জান্নাতি প্রাণী।” এ হাদিসটি কি সহিহ? সহিহ হলে এর ব্যাখ্যা কি? উত্তর: হ্যাঁ, এ মর্মে বর্ণিত হাদিসটি সহিহ। নিম্নে এ সংক্রান্ত একাধিক হাদিস, হাদিসের মান, ব্যাখ্যা এবং ছাগল সংক্রান্ত কিছু ইসলামের কিছু বিধিবিধান সংক্ষেপে উপস্থাপন করা … Read more

হাদিস প্রচারে সতর্ক হোন

প্রশ্ন: আমাদের এখানকার একজন আলেম বলেছেন, সনদ যাচাই ছাড়া নাকি হাদিস প্রচার করা ঠিক নয়। কিন্তু ফেসবুকে দেখি, সনদের অবস্থা বা হাদিসের মান বর্ণনা ছাড়াই অনেকেই হাদিস প্রচার করে। এ বিষয়ে আপনার মতামত জানতে চাই। উত্তর: উক্ত আলেম সঠিক কথাই বলেছেন। হাদিস বর্ণনা করা, প্রচার করা, হাদিস দ্বারা ওয়াজ করা, বক্তৃতা দেয়া কিংবা ফেসবুক, হোয়াটসঅ্যাপ … Read more

সূরা মুলকের ফযীলত কি? এটি পাঠ করলে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায় এ মর্মে বর্ণিত হাদীসটি কি সহীহ

প্রশ্ন: সূরা মুলকের ফযীলত কি? এটি পাঠ করলে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায় এ মর্মে বর্ণিত হাদীসটি কি সহীহ? ▬▬▬▬●◈●▬▬▬▬ উত্তর: সূরা মুলক অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি সূরা। তাই আসুন, এ ব্যাপারে হাদীসে কী বলা হয়েছে তা জেনে নেই: ▪আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, إِنَّ سُورَةً مِنْ الْقُرْآنِ ثَلَاثُونَ … Read more

মানুষের সফলতা ও মুক্তি নিহিত আছে তিনটি জিনিসের মধ্যে

হাদিসে বর্ণিত হয়েছে: عَنْ عُقبَةَ بنِ عَامرٍ رضي الله عنه قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم مَا النَّجَاةُ ؟ قَالَ: «أَمْسِكْ عَلَيْكَ لِسَانَكَ، وَلْيَسَعْكَ بَيْتُكَ، وابْكِ عَلَى خَطِيئَتِكَ» . رواه الترمذي، وقال: حديث حسن উকবা বিন আমের রা. থেকে বর্ণিত। তিনি বলেন, আমি জিজ্ঞেস করলাম, “হে আল্লাহর রসূল, কিসে মুক্তি পাওয়া সম্ভব?’ … Read more

ইসলাম, ঈমান ও ইহসান কি?

ইসলাম, ঈমান ও ইহসান কি? ==============++++++================ উমার রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নিকট বসেছিলাম, এমন সময় হঠাৎ এক ব্যক্তি আমাদের সামনে উপস্থিত হয়, যার কাপড় ছিল ধবধবে সাদা, চুল ছিল ভীষণ কালো; তার মাঝে ভ্রমণের কোন লক্ষণ পরিলক্ষিত হচ্ছিল না। আমাদের মধ্যে কেউ তাকে চিনতে পারে নি। … Read more

রাতের বেলায় যে সকল সূরা ও আয়াত পড়ার ব্যাপারে হাদিস বর্ণিত হয়েছে

রাতের বেলায় যে সকল সূরা ও আয়াত পড়ার ব্যাপারে হাদিস বর্ণিত হয়েছে সেগুলো নিম্নরূপ: 🌀 ক. আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে সকল সূরা পাঠ না করে ঘুমাতেন না সেগুলো হল ৪টি সূরা। যথা: ▪১) আলিফ লাম তানযীল (সূরা সাজদাহ) ▪২) তাবারাকাল্লাযি বিইয়াদিহিল মুলক (সূরা মুলক) এ মর্মে হাদিস হল: فروى الترمذي (2892) عَنْ جَابِرٍ … Read more