জোহরের পূর্বে চার রাকাত এবং পরে চার রাকাত সালাতে রয়েছে জাহান্নাম থেকে মুক্তি
প্রশ্ন: ক. হাদিস পড়েছি, “যে ব্যক্তি জোহরের পরে ৪ রাকআতের সুন্নত পড়বে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না।” প্রশ্ন হল, এ ৪ রাকাত নামাজ কি জোহরের ফরজের পরের দু রাকাত সুন্নতে রাতিবা (নিয়মিত সুন্নতে মুয়াক্কাদা) এর পরে অতিরিক্ত পড়তে হবে নাকি সে দু রাকাতের সাথে আরও দু রাকাত যুক্ত করে মোট ৪ রাকাত পড়তে হবে? …