জুমার এক রাকাত অথবা শুধু তাশাহুদ পেলে করণীয়
প্রশ্ন: এক ব্যক্তি জুমার নামাজে দেরিতে পৌঁছে শুধু তাশাহুদ পেল। আরেক ব্যক্তি দেরিতে পৌঁছে দ্বিতীয় রাকাত পেল। উভয় ক্ষেত্রে কী করণীয়? তারা কি চার রাকাত নামাজ পড়বে নাকি দুই রাকাত? উত্তর: যে ব্যক্তি জুমার নামাজের এক রাকাত পেয়েছে, সে জুমা পেয়েছে। ইমামের সালাম ফেরানোর পর সে আরও এক রাকাত যোগ করবে। এরপর তাশাহুদ ও দুআ …