প্রশ্ন:-
একজন লোক মসজিদে টাকা দেয়ার নিয়ত করেছিল কিন্তু পাশে এক দরিদ্র ব্যক্তি খুব অসুস্থ; এখন এই টাকাটা কি সেই অসুস্থ ব্যক্তিকে দেয়া যাবে? যদিও নিয়ত মসজিদের জন্য ছিল??
উত্তর:-সাধারণ দানের নিয়ত পরিবর্তন করা বৈধ; মনতের নিয়ত নয়
কোন নেককাজ করার পর প্রয়োজনে নিয়ত পরিবর্তন করা জায়েয।
সুতরাং মাদরাসায় দান করার নিয়ত করার পর যদি মাদরাসার গরীব শিক্ষক বা অন্য কোন গরীব মানুষকে উক্ত দানটা দেয়া উধিক উপযুক্ত মনে হয় তাহলে তাকে দেয়া যাবে।
উল্লেখ্য যে, যদি মানত করার নিয়ত থাকে তাহলে তা পরিবর্তন করা যাবে না-যদি শরীয়ত সম্মত কোন কারণ না থাকে। সাধারণ নিয়ত ও মানতের মধ্যে পার্থক্য রয়েছে। আল্লাহু আলাম।
____________
(আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল)