শহীদরা কি বিনা হিসাবে জান্নাতে যাবে?

উত্তর:
আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য কাফেরদের সাথে জিহাদ (যুদ্ধ) করতে করতে মৃত্যুবরণকারীকে শহীদ বলা হয়। আল্লাহ তাআলা মানুষের হক ছাড়া শহীদের সকল গুনাহ মোচন করে দেয়ার ঘোষণা প্রদান করেছেন। যেমন হাদিসে বর্ণিত হয়েছে,

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : يُغْفَرُ لِلشَّهِيدِ كُلُّ ذَنْبٍ إِلَّا الدَّيْنَ
আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রা. হতে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আল্লাহ তাআলা ঋণ ছাড়া শহীদের সকল গুনাহ ক্ষমা করে দেন।” (সহীহ মুসলিম, হা/ ১৮৮৬) অন্য বর্ণনায় রয়েছে:
الْقَتْلُ فِي سَبِيلِ اللهِ يُكَفِّرُ كُلَّ شَيْءٍ ، إِلَّا الدَّيْنَ
“আল্লাহর রাস্তায় নিহত হলে ঋণ ছাড়া সকল পাপরাশী মোচন হয়ে যায়।”
তাছাড়াও হাদিসে এসেছে, শহীদ কবরের ফেতনা থেকে রক্ষা পাবে এবং কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি থেকেও মুক্তি লাভ করবে।
এভাবে কুরআন-হাদিসে শহীদের মর্যাদার কথা উল্লেখিত হয়েছে। কিন্তু এমন কোন প্রমাণ পাওয়া যায় না যে, তার কোনই হিসাব হবে না।

সুতরাং ‘শহীদ বিনা হিসেবে জান্নাতে যাবে’ এমন কথা বলা যাবে না দলীল ছাড়া। তবে আশা করা যায়, আল্লাহ তার হিসেব সহজ করবেন। কেননা, কুরআনে বর্ণিত হয়েছে যে, যে সকল মুমিনগণ ডানহাতে আমলনামা প্রাপ্ত হবেন তাদের হিসাব-নিকাশ সহজ করা হবে। আল্লাহ তাআলা বলেন:
فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَاباً يَسِيراً
“যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে তার হিসাব-নিকাশ সহজে হয়ে যাবে।” (সূরা ইনশিকাক: ৭-৮) আল্লাহু আলাম
▬▬▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, ksa