রজব মাসের চাঁদ দেখলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিম্নোক্ত দোয়াটি পড়তেন কি

প্রশ্ন : রজব মাসের চাঁদ দেখলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিম্নোক্ত দোয়াটি পড়তেন:

اللهم بارك لنا فى رجب وشعبان وبلغنا رمضان

উচ্চারণ: ‘আল্লাহুম্মা বারিক্লানা ফী রজাবা ওয়া শা’বান, ওয়া বাল্লিগ্না রমাদ্বান।’

অর্থ: “আয় আল্লাহ পাক! আমাদেরকে রজব ও শা’বানে বরকত দান করুন এবং রমাদ্বান মাস পর্যন্ত পৌঁছার তাওফীক দিন।” (হিলইয়াতুল আওলিয়া, তবাকাতুল আছফিয়া)

এ হাদিসটা কি সহীহ?
••••••••••••••••••••••••
উত্তর :
“আল্লাহুম্মা বারিক লানা ফী রাজাবা ওয়া শাবানা ও বাল্লিগনা রামাযান।”

“হে আল্লাহ তুমি রজব ও শাবানে আমাদেরকে বরকত দাও। আর আমাদেরকে রামাযান পর্যন্ত পৌঁছিয়ে দাও।” (মুসনাদ আহমাদ ১/২৫৯)

হাদীসটি দুর্বল।

এ হাদীসের সনদে একজন বর্ণনাকারী রয়েছে যার নাম যায়েদাহ বিন আবুর রিকাদ।
– তার ব্যাপারে ইমাম বুখারী রহ. বলেন: মুনকারুল হাদীস।
– ইমাম নাসাঈ তার সুনান গ্রন্থে তার নিকট থেকে একটি হাদীস বর্ণনা করার পর বলেন: চিনি না এই ব্যক্তি কে?
– আর তিনি তার যুয়াফা কিতাবে বলেন: মুনকারুল হাদীস।
– কুনা গ্রন্থে বলেন: “তিনি নির্ভরযোগ্য নন।
– ইবনে হিব্বান বলেন: তার বর্ণিত কোন হাদীসকে দলীল হিসেবে গ্রহণ করা যাবে না।
[দ্রষ্টব্য: তাবয়ীনুল আজাব বিমা ওয়ারাদা ফী ফযলি রাজাব, ১২ পৃষ্ঠা। আয যুয়াফাউল কাবীর (২/৮১) তাহযীবুত তাহযীব (৩/৩০)]

————————–
উত্তর দিয়েছেন:
শাইখ আবদুল্লাহিল হাদী বিন আবদুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, ksa