রংবেরঙের কারুকার্য খচিত এবং ফ্যাশনেবল বোরকা পরিধান করার বিধান কী? বোরকা কি কালো হওয়া আবশ্যক?

উত্তর:
বোরখা কালো রঙ্গের হওয়া জরুরি নয় বরং তা অন্য রঙ্গের হলেও সমস্যা নেই। তবে সেটা এতটা কালারফুল এবং কারুকার্জ খচিত হওয়া উচিত নয় যা মানুষের দৃষ্টি আকর্ষণ করে। অনুরূপভাবে বিভিন্ন রংবেরঙের সেফটিপন বা হুক ব্যবহার করাও সঙ্গত নয়। কেননা, বোরখার উদ্দেশ্য হল, পরপুরুষ থেকে সৌন্দর্য আবৃত রাখা। আল্লাহ তাআলা বলেন,
لَا يُبْدِينَ زِينَتَهُنَّ لا
“নারীরা যেন (পরপুরুষের সামনে) তাদের সৌন্দর্য (শরীর, পোশাক, অলংকার ইত্যাদির) প্রদর্শন না করে।” (সূরা নূর: ৩১)

বর্তমানে অনেক মহিলা এমন ফ্যাশন্যাবল, টাইপ-ফিট ও কারুকার্জ খচিত বোরখা পরিধান করে যে, তাদের এই বোরখার সৌন্দর্য ঢাকার জন্য আরেকটি বোরখা দরকার!

মনে রাখা দরকার, কালো বোরখা জরুরি না হলেও তা সবচেয়ে উত্তম এবং সৌন্দর্য আবৃত রাখার জন্য সর্বাধিক উপযোগী। এই কারণে হয়ত মহিলা সাহাবীগণ কালো রঙ্গের বোরখা পরিধান করতেন বলে হাদিস থেকে বুঝা যায়।
আল্লাহ সবচেয়ে ভালো জানেন।
আল্লাহ তাআলা সকলকে তাঁর সন্তুষ্টি অর্জনের পথে পরিচালিত করুন। আমিন।
———————-
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব

Share: