যে মহিলার লম্বা চুল থাকবে কেয়ামতের দিন উক্ত চুল দ্বারা তার উলঙ্গ শরীর ঢাকা থাকবে। এ কথা কি সঠিক?

প্রশ্ন: আমি অনেকবার শুনেছি যে, “যে মহিলার লম্বা চুল থাকবে কেয়ামতের দিন উক্ত চুল দ্বারা তার উলঙ্গ শরীর ঢাকা থাকবে।” এ কথার সত্যতা জানতে চাই।
উত্তর:
কিয়ামত দিবসের ভয়াবহ পরিস্থিতির কথা বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। যেমন: আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে,
يُحْشَرُ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ حُفَاةً عُرَاةً غُرْلاً ‏
“কিয়ামতের দিন সকল মানুষকে একত্রিত করা হবে খালি পা, নগ্ন দেহ এবং খাতনা বিহীন অবস্থায়।”
এ কথা শুনে আমি বললাম, হে আল্লাহর রসূল! পুরুষ এবং মহিলা এক সঙ্গেই উত্থিত হবে আর তারা পরস্পর একে অপরের প্রতি তাকাবে?
তিনি বললেন,
‏ يَا عَائِشَةُ الأَمْرُ أَشَدُّ مِنْ أَنْ يَنْظُرَ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ ‏‏ ‏
“হে আয়েশা, তখনকার অবস্থা এতো কঠিন ও ভয়ঙ্কর হবে যে, একে অপরের প্রতি তাকানোর কল্পনারও উদ্রেক হবে না।”
[সহীহ মুসলিম, অধ্যায়: ৫৩। জান্নাত, জান্নাতের নিয়ামত ও জান্নাতবাসীদের বর্ণনা, পরিচ্ছেদ: ১৪. দুনিয়ার নশ্বরতা ও কিয়ামতের বর্ণনা]
কিন্তু ‘কিয়ামতের দিন মহিলাদের মাথার লম্বা চুল দ্বারা তার উলঙ্গ শরীর ঢাকা থাকবে’-এমন কোন কথা হাদিসে বর্ণিত হয় নি।
কাতার ভিত্তিক ইসলামি প্রশ্নোত্তর বিষয়ক বিখ্যাত ওয়েব সাইট Islamweb এ বলা হয়েছে,
وأما القول بأنه يكون ساتراً لها يوم القيامة فلم نقف على دليل يدل عليه. والله أعلم
“কিয়ামতের দিন (মহিলাদের মাথার লম্বা চুল) তার দেহকে আবৃত করবে- এমন কথার পক্ষে আমরা কোনও দলিল জানতে পারি নি। আল্লাহ সবচেয়ে ভালো জানেন।” [সূত্র: islamweb, ফতোয়া নং ৩৬৮৭৬]

– উল্লেখ্য যে, প্রয়োজন বোধে শর্ত সাপেক্ষে মহিলারা তাদের মাথার চুল খাটো করতে পারে। ইসলামি শরিয়তে এতে কোনও বাধা নেই।
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি
(লিসান্স, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সউদি আরব)।

Share: