প্রশ্ন: আমি অনেকবার শুনেছি যে, “যে মহিলার লম্বা চুল থাকবে কেয়ামতের দিন উক্ত চুল দ্বারা তার উলঙ্গ শরীর ঢাকা থাকবে।” এ কথার সত্যতা জানতে চাই।
উত্তর:
কিয়ামত দিবসের ভয়াবহ পরিস্থিতির কথা বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। যেমন: আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে,
يُحْشَرُ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ حُفَاةً عُرَاةً غُرْلاً
“কিয়ামতের দিন সকল মানুষকে একত্রিত করা হবে খালি পা, নগ্ন দেহ এবং খাতনা বিহীন অবস্থায়।”
এ কথা শুনে আমি বললাম, হে আল্লাহর রসূল! পুরুষ এবং মহিলা এক সঙ্গেই উত্থিত হবে আর তারা পরস্পর একে অপরের প্রতি তাকাবে?
তিনি বললেন,
يَا عَائِشَةُ الأَمْرُ أَشَدُّ مِنْ أَنْ يَنْظُرَ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ
“হে আয়েশা, তখনকার অবস্থা এতো কঠিন ও ভয়ঙ্কর হবে যে, একে অপরের প্রতি তাকানোর কল্পনারও উদ্রেক হবে না।”
[সহীহ মুসলিম, অধ্যায়: ৫৩। জান্নাত, জান্নাতের নিয়ামত ও জান্নাতবাসীদের বর্ণনা, পরিচ্ছেদ: ১৪. দুনিয়ার নশ্বরতা ও কিয়ামতের বর্ণনা]
কিন্তু ‘কিয়ামতের দিন মহিলাদের মাথার লম্বা চুল দ্বারা তার উলঙ্গ শরীর ঢাকা থাকবে’-এমন কোন কথা হাদিসে বর্ণিত হয় নি।
কাতার ভিত্তিক ইসলামি প্রশ্নোত্তর বিষয়ক বিখ্যাত ওয়েব সাইট Islamweb এ বলা হয়েছে,
وأما القول بأنه يكون ساتراً لها يوم القيامة فلم نقف على دليل يدل عليه. والله أعلم
“কিয়ামতের দিন (মহিলাদের মাথার লম্বা চুল) তার দেহকে আবৃত করবে- এমন কথার পক্ষে আমরা কোনও দলিল জানতে পারি নি। আল্লাহ সবচেয়ে ভালো জানেন।” [সূত্র: islamweb, ফতোয়া নং ৩৬৮৭৬]
– উল্লেখ্য যে, প্রয়োজন বোধে শর্ত সাপেক্ষে মহিলারা তাদের মাথার চুল খাটো করতে পারে। ইসলামি শরিয়তে এতে কোনও বাধা নেই।
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি
(লিসান্স, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সউদি আরব)।