প্রশ্ন: নিম্নোক্ত হাদিসটি রেফারেন্স অনুযায়ী কি সঠিক?
“মানুষ যখন মিথ্যা কথা বলে, তখন মিথ্যার দুর্গন্ধে ফেরেশতারা এক মাইল দূরে চলে যায়।” [ বুখারী হাদিস নং ৫৫১০ ]। এ হাদিসটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচারিত হতে দেখা যাচ্ছে।
উত্তর:
এ হাদিসটি বানোয়াট বা জাল। [ইবনে হিব্বান-কিতাবুল মাজরূহীন, ২/১২০] মতান্তরে অত্যন্ত দুর্বল বা মুনকার [যইফুত তিরমিযি ১৯৭২ ও সিলসিলা যাঈফা ১৮২৮- আলবানি]
সুতরাং এ বানোয়াট বা মারাত্মক দুর্বল হাদিসের সাথে সহিহ বুখারির রেফারেন্সে পেশ করা নি:সন্দেহে ভুল। সোশ্যাল মিডিয়ায় হাদিস প্রচারের ক্ষেত্রে আরও সতর্কতা কাম্য।
إن العبدَ إذا كذب تباعدَ عنه الملَكُ ميلًا من نتنِ ما جاء به
الراوي:عبدالله بن عمر المحدث:ابن حبان المصدر:المجروحين الجزء أو الصفحة:2/120 حكم المحدث:موضوع
المحدث:الألباني المصدر:ضعيف الترمذي الجزء أو الصفحة:1972 حكم المحدث:ضعيف جداً
المحدث:الألباني المصدر:السلسلة الضعيفة الجزء أو الصفحة:1828 حكم المحدث:منكر
আল্লাহু আলাম।
-আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল-